‘সনাতনীদের দাঙ্গাবাজ বলেন মমতা’! কার্তিক মহারাজকে আক্রমণ প্রসঙ্গে বোমা ফাটালেন অনির্বাণ

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে কার্তিক মহারাজকে তুমুল আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে একটি সভা থেকে এমন কিছু মন্তব্য করেন তিনি যা প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)।

গত শনিবার ভোট প্রচারে বেরিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় ওনারা অনেকদিন ধরে রয়েছে। তবে বহরমপুর একজন মহারাজ রয়েছেন। আমি অনেকদিন ধরে শুনেছি … কার্তিক মহারাজ। তিনি ওখানে বলেছেন, আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এমন কথা বলেন আমি ওনাকে সাধু বলে মনে করি না। কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন’।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে গত কয়েকদিনে বিস্তর চর্চা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এবার এই নিয়ে মুখ খুললেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। কার্তিক মহারাজকে নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য তৃণমূল নেত্রীকে একহাত নেন তিনি।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায় নয়া মোড়! ‘উনিও গরু চোর’, হেভিওয়েটের নাম নিয়ে তোলপাড় ফেলে দিলেন দেব!

অনির্বাণ বলেন, ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের প্রতি ওনার বহুদিনের চাপা ক্ষোভ রয়েছে। কারণ এরা হল সনাতনীদের প্রতীক। এরা সনাতনী সমাজকে ধরে রেখেছে, এরা এই সমাজকে নেতৃত্ব দেয়। স্বাভাবিকভাবে যে মুখ্যমন্ত্রী বলেন, রামনবমী হচ্ছে ওঁদের দাঙ্গা বাঁধানোর দিন। যে মুখ্যমন্ত্রী রামভক্তদের দাঙ্গাবাজ বলেন, যে মুখ্যমন্ত্রী সনাতনী সম্প্রদায়কে দাঙ্গাবাজ বলে আখ্যা দেন, তাঁর স্বাভাবিকভাবেই এই ধরণের মানসিকতা থাকবে। তিনি এমন বলবেনই’।

Anirban Ganguly

অনির্বাণের সংযোজন, ‘স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত, ১২৮ বছর পুরনো রামকৃষ্ণ মিশন। ভারত সেবাশ্রম সঙ্ঘ আচার্য যুগাচার্য প্রণবানন্দজি দ্বারা প্রতিষ্ঠিত। দশকের পর দশক ধরে নিঃস্বার্থভাবে, নিরন্তর সমাজ, দেশের হয়ে কাজ করছে। তাঁদের বিরুদ্ধে উনি এই ধরণের মন্তব্য করায় লক্ষ লক্ষ, অগণিত মানুষ যারা এই সংস্থার অনুগামী-ভক্ত রয়েছেন তাঁরা ব্যথিত, ক্ষুব্ধ। তাঁরা ভীষণ রেগে গিয়েছেন’। অনির্বাণ বলেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সনাতনী সংগঠনের বিরুদ্ধে এমন মন্তব্য করছেন সেটাই ভীষণ দুঃখজনক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর