গ্রেফতার হয়েও ঔদ্ধত্য! সংবাদমাধ্যমকে দেখে যা করলেন যাদবপুর কাণ্ডে ধৃত… রক্ত গরম হয়ে যাবে

বাংলা হান্ট ডেস্ক : ছাত্র মৃত্যু নিয়ে তুলকালাম কাণ্ড যাদবপুরে (jadavpur University)। ইতিমধ্যেই গ্রেফতার প্রায় ১২ জন। কিন্তু গ্রেফতারির পরও ঔদ্ধত্য বজায় রয়েছে ১৬ আনা। সামান্যতম অনুশোচনার প্রশ্নই নেই যাদবপুরকাণ্ডে অন্যতম ধৃতের। মিডিয়ার ক্যামেরা দেখে মধ্যমা দেখালেন যাদবপুরকাণ্ডে অন্যতম ধৃত। শুক্রবারই তিনজনকে গ্রেফতার করা হয়। মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার সময় মিডিয়ার দিকে আঙুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করেন।

শুক্রবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তিন জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে দুই জন প্রাক্তনি এবং একজন বর্তমান পড়ুয়া। পুলিস সূ্ত্রে খবর, সেদিন ঘটনার সময়ে উপস্থিত ছিলেন ২ জন। ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে তাঁদের। গ্রেফতারির সঙ্গে সংখ্যা বেড়ে হয়েছে ১২।

jadavpur 2

 

যাদবপুরকাণ্ডে ধরপাকড় চলছেই। ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। সেই তালিকায় এবার আরও ৩। পুলিস সূত্রে খবর, ধৃতেরা হলেন নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম  ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র।

৯ অগস্ট হস্টেলে ৩ তলা থেকে নিচে পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়া। পরের দিন, ১০ অগস্ট হাসপাতালে মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনার হস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন দুই প্রাক্তনী নাসিম ও হিমাংশু। বর্তমান পড়ুয়া সতব্রত্য অবশ্য হস্টেলেই ছিলেন। এদিন নোটিশ পাঠিয়ে ৩ জনকেই ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাঁদের।

আরও পড়ুন : পুরসভায় বিজেপির ক্যাডার! প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যা করল কেন্দ্রীয় বাহিনী … চাঞ্চল্য কলকাতায়

কী হয়েছিল সে রাতে? ছাত্রমৃত্যুতে ইতিমধ্যেই প্রাক্তনী ও বর্তমান ছাত্র মিলে ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিস৷ শুক্রবার ধৃত সপ্তক কামিল্যাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পুরো ঘটনার পুননির্মাণ করা হয়৷ ঘুরে দেখা হয় চারতলার ১০৪ নম্বর ঘর ও তিন তলার ৬৮ নম্বর ঘর৷ এদিন মৃত ছাত্রের বাড়িতেও যায় তিন সদস্যের তদন্তকারী দল৷ যে ট্যাক্সি করে ঘটনার রাতে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, শুক্রবার তার থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর