যাদবপুর কান্ডে বিস্ফোরক তথ্যের হদিশ পেল পুলিস! ঘুরে যাবে তদন্তের মোড়, গ্রেফতার হতে পারে আরও একাধিক

বাংলা হান্ট ডেস্ক : নতুন মোড় যাদবপুর (Jadavpur University) কাণ্ডে। এবার এক বিস্ফোরক তথ্য এল পুলিসের হাতে। সূত্রের খবর, এদিন যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস তাঁরা সকলেই ঘটনার দিন উপস্তিত ছিলেন হস্টেলে। এদের সামনেই সবটা ঘটেছে। প্রাক্তনী যাঁদের ধরা হয়েছে, চিঠি লেখানোর সিদ্ধান্তে তাঁদেরও ভূমিকা রয়েছে বলে জানতে পেরেছে পুলিস।

ইতিমধ্যেই একটি চিঠি নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। যেখানে যাদবপুরের বামপন্থী একটি সংগঠনের কর্মীকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। সূত্রের খবর, সৌরভ ও সপ্তক চিঠি লিখতে বলেছিলেন। চিঠি লিখেছিলেন দীপশেখর। সৌরভ হোয়াটসঅ্যাপে ওই চিঠি কাউকে পাঠিয়েওছিলেন বলে জানতে পেরেছে পুলিস। কিন্তু, কাকে পাঠিয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

   

১০৪ নম্বর ঘরে মৃত ওই পড়ুয়ার সামনেই ওই চিঠি লেখা হয়েছিল। পুলিসের তদন্তে দীপশেখরের দাবি, ওই পড়ুয়া লিখতে পারছিল না, তাই তিনি লিখে দেন। ঠিক কী কী বিষয়ে হস্টেলে জিবি হয়েছিল, কখন জিবি হয়েছিল, মূল কারণ কী সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিস সূত্রে খবর, যাদবপুরের প্রথমবর্ষের ওই পড়ুয়ার মানসিক হেনস্থার সঙ্গে যুক্ত ছিল ধৃত সকলেই।

jadavpur

ওই ছাত্রের পোশাক খোলার বিষয়েও জোর করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, পোশাক খোলা নিয়ে দুরকম তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই জন্য অভিযুক্ত সকলের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত যা উঠে এসেছে তাতে জানা যাচ্ছে ঘটনার রাতে প্রথমে চিঠি লেখা হয়। তারপর ইন্ট্রো পর্ব শুরু হয়। সূত্রের খবর, ইন্ট্রো করানোর জন্য প্রথমে ৬৮ নম্বর রুম থেকে নিয়ে যাওয়া হয় ১০৪ নম্বর রুমে। ১১টা নাগাদ প্রথমে চিঠি লেখানো হয় ১০৪ নম্বর রুমে।

আরও পড়ুন : ‘রাজনীতি আমার পেশা নয় নেশা, কাউকে পেশা বানাতে দেবও না’, বীরভূমের রাশ হাতে পেয়েই কড়া বার্তা কাজলের

এরপর ফের নীচের তলায় নিয়ে আসা হয় সাড়ে এগারোটা নাগাদ। তারপর ইন্ট্রোর নামে চাপ দিয়ে বিবস্ত্র করানো হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। একইসঙ্গে এও জানা যাচ্ছে রাত ১০টা ৫ মিনিট নাগাদ ডিন অফ স্টুডেন্টকে ফোন করা হয় হস্টেল থেকে। ছাত্রটি অস্বাভাবিক আচরণ করছে বলে জানানো হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর