বাংলাহান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসের অন্দরে ঝিলে ডুবে মৃত্যু তৃতীয় বর্ষের ছাত্রীর। ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে ঝিল থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের ওই পড়ুয়ার দেহ। কিন্তু রাত দশটা নাগাদ ওই ঝিলপাড়ে ছাত্রী (Jadavpur University) কী করছিলেন, কীভাবেই বা জলে পড়লেন তিনি তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। এর মধ্যেই চর্চায় মৃত ছাত্রীর ‘বিশেষ বন্ধু’র সোশ্যাল মিডিয়া পোস্ট।
যাদবপুরে (Jadavpur University) ছাত্রী মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনায় উঠে এসেছে একাধিক প্রশ্ন। কীভাবে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এর মাঝেই মৃতার সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইঙ্গিতবহ পোস্ট করেছেন তাঁর বিশেষ বন্ধু। হাহাকার শোনা গিয়েছে তাঁর পোস্টে। কী লিখেছেন তিনি?
কী লিখেছেন সোশ্যাল মিডিয়ায়: শুক্রবার ভোরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু’।
আরও পড়ুন : গলার নলি এফোঁড় ওফোঁড়! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন ১৭-র ছাত্র, নেপথ্যে যা কারণ জানা গেল…
কী জানালেন ‘বিশেষ বন্ধু’: সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনার পর হাসপাতালে গিয়েছিলেন মৃত ছাত্রীর (Jadavpur University) ‘বিশেষ বন্ধু’। এক সংবাদ মাধ্যমকে তিনি নাকি জানিয়েছেন, বৃহস্পতিবার মৃত ছাত্রীর সঙ্গে তাঁর কথা হয়নি। ঝিলপাড়ে তিনি গিয়েছিলেন কিনা বা গেলেও কেন গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। এই মৃত্যু রহস্য ভেদ করতে ওই ‘বিশেষ বন্ধু’র সঙ্গেও তদন্তকারীরা কথা বলবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : বাংলায় প্রথম বার, রাত পোহালেই রাজ্যে বিশেষ প্রিমিয়ার ‘দ্য বেঙ্গল ফাইলস’এর! কোথায় কীভাবে দেখবেন?
এদিকে শুক্রবার ময়না তদন্ত হয় মৃত ছাত্রীর। ইতিমধ্যে এসে পৌঁছেছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। জানা যাচ্ছে, রিপোর্টে ইঙ্গিত মিলেছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। জানা যাচ্ছে, প্রাথমিক রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, মৃতার পাকস্থলীতে মদের গন্ধও পাওয়া গিয়েছে। বড় কোনও আঘাতের চিহ্ন মেলেনি মৃতার শরীরে। তবে ওই ছাত্রী মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন কিনা তা জানতে ভিসেরা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।