ছাত্রীর মৃত্যুতে নড়ল টনক! যাদবপুরে মদ-মাদকের নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা

Published on:

Published on:

Jadavpur University strict vigilance at campaign launched to stop alcohol and drugs

বাংলা হান্ট ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঝিলে পড়ে মৃত্যু হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের। তারপর থেকে আবারও কেন্দ্রে উঠে আসে এই বিশ্ববিদ্যালয়। মৃত ছাত্রী অনামিকা মন্ডল এর মৃত্যর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। আর এবার সেই বিতর্কের মাঝেই ক্যাম্পাসে মদ ও মাদক সেবন নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কড়া নজরদারি, মদ-মাদক বন্ধে শুরু অভিযান (Jadavpur University)

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রান্তে জমে থাকার ঝোপঝাড় ও আবর্জনা কাটছাঁট করার জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভেতরে যাতে আর মাদক সেবন না করা হয় সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। এরপর থেকেই শুরু হবে পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ। যদিও ছাত্রী মৃত্যুর পর ক্যাম্পাসে মদের আসর বসায় নিয়ে ক্ষোভ বেড়েছে। পার্কিং লটে আয়োজিত অনুষ্ঠানে মদের আসর বসেছিল কিনা তা নিয়েও একাধিক প্রশ্ন উঠে আসছে।

 Jadavpur University strict vigilance at campaign launched to stop alcohol and drugs

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার মেট্রো বিভ্রাট, গ্রিন লাইনে ফের সমস্যায় পড়লেন যাত্রীরা

এর পাশাপাশি, এই দুর্ঘটনার পর আরো করা নজরদারের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে একজন অধ্যাপক ২০ জন ছাত্রছাত্রীর তদারকি করবেন। এছাড়াও পড়ুয়ারা যাতে বিপথে না যায় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, যাদবপুরের নিরাপত্তা বাড়াতে এর আগে ক্যাম্পাসের সিসিটিভি বসানোর উদ্যোগে বাধা দেওয়া হয়েছিল। এই বিষয়ে যাদবপুরের একাংশ পড়ুয়ারা জানিয়েছিল, নজরদারির নামে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ তারা মেনে নেবেন না। যার ফলে গেট ছাড়া আর অন্য কোথাও সিসিটিভি বসানো হয়নি। কিন্তু গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিল থেকে উদ্ধার করা হয় অনামিকা মন্ডলের দেহ। সেই ঘটনার পরেই ক্যাম্পাসের নিরাপত্তার ঘাটতি ও মাদক সেবনের বিষয়টি সামনে এসেছে। এবার কর্তৃপক্ষ (Jadavpur University) কঠোর পদক্ষেপের পথেই হাঁটলেন।