বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে ফের শোরগোল শুরু। ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের দেহ রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম সংলগ্ন ঝিল থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তার। তবে, রাত ৮টার পর ক্যাম্পাসে কেন ছিলেন অনামিকা, তা নিয়েও প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
রাত ৮টার পরও কেন বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে ছিলেন অনামিকা?
বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠিতে পরিষ্কার লেখা ছিল, পার্কিং লটে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের ‘রুহানিয়ত’ অনুষ্ঠানের অনুমতি ছিল বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। মোট তিন দিনের জন্য আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, রাত ৮টার পরও কেন ক্যাম্পাসে ছিলেন অনামিকা ও তার বন্ধুরা?
বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে জানা গেছে, পার্কিং লটে অনুষ্ঠান চলাকালীন অনামিকা উপস্থিত ছিলেন। এরপর রাত ১০টার দিকে ইউনিয়ন রুম সংলগ্ন ঝিল থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। সিকিউরিটি ইনচার্জ মুকুলচন্দ্র দাস জানান, অনুষ্ঠান চলাকালীন তারা মূলত পার্কিং লট ও বাথরুমের দিকে নজর রাখতেন। মহিলা নিরাপত্তারক্ষীও রাতের সময় উপস্থিত ছিলেন না। আর্টস বিল্ডিং ও ঝিলপাড়ের মাঝের ছোট গলিতে কীভাবে গিয়েছিলেন, তা অজানা।
মৃত পড়ুয়ার দাদু অজয় সরকার অভিযোগ তুলেছেন, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার গাফিলতি হয়েছে। তিনি বলেন, “গাফিলতিটা ওই বিশ্ববিদ্যালয়ের। নিরাপত্তাটা কোথায়? একটা অনুষ্ঠানের মধ্যে নজর রাখা উচিত।” প্রতিবেশী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, “অনামিকা খুবই মেধাবী, তিনি সাধারণত বাইরে বের হতেন না। বাড়িতে অসুস্থ মা, পড়াশোনার পাশাপাশি টিউশনও করতেন। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না।”
আরও পড়ুনঃ হাই কোর্টের রায় অমান্য, ১০০ দিনের কাজ শুরু না হওয়ার কারণ জানাতে নারাজ কেন্দ্র
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ জলে ডুবে বলা মৃত্যু বলা হলেও, অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রাত ৮টার পর ক্যাম্পাসে কী করছিলেন অনামিকা? এক এক ঝিলে কেন গিয়েছিলেন তিনি? সঙ্গে কেউ ছিল কি না? এই সব প্রশ্নের উত্তর এখন ধোঁয়াশার মধ্যে। মৃতের পরিবার বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে।