বাংলা হান্ট নিউজ ডেস্ক: চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ফরম্যাট মিলিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। এখন প্রথম টেস্টে তিনি ব্যাট করতে নেমে ১৭৫ রানে অপরাজিত রইলেন। তার আন্তর্জাতিক কেরিয়ারের সেরা স্কোর এটি। ভারত ৮ উইকেটে ৫৭৪ রান করার পর রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করেন।
কিন্তু এরই মধ্যে জাদেজাকে তার দ্বিশতরান করতে না দিয়ে ইনিংস ডিক্লেয়ার করার জন্য থেকে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে আক্রমণ করছেন বেশ কিছু ক্রিকেট ভক্ত। মহম্মদ শামি, রিশভ পন্ত ও অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজা। তিনি ২২৮ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন। ১৭টি চার ও ৩টি ছক্কা মেরেছেন তিনি, এটি তার টেস্ট কেরিযারের দ্বিতীয় সেঞ্চুরি। এটি তার কেরিয়ারের প্রথম দ্বিশতরান হতে পারতো। কিন্তু রোহিত শর্মার সিদ্ধান্তে তা সম্ভব হয়নি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘সম্ভবত জাদেজাকে বলে দেওয়া উচিত ছিল যে তার কাছে ৩ ওভার আছে, তাই তিনি যদি দ্বিশতরান পূর্ণ করতে চান তবে তিনি তা করতে পারেন, তবে সামগ্রিকভাবে দলের স্বার্থ সবার আগে। ভারত একটি ভাল পারফরম্যান্স উপহার দিয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিপ্রেক্ষিতে দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ।’
Dravid denied 200 for Sachin once when it happens to Jadeja he is in the dressing room again 🤔#INDvSL #CricketTwitter
— My Conscience (@MyConscience16) March 5, 2022
এই ম্যাচ থেকে টেস্ট অধিনায়ক হিসেবে নতুন সূচনা করছেন রোহিত শর্মা। কিন্তু নিজের প্রথম ম্যাচেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলবে। অনেকে আবার এই সিদ্ধান্তের জন্য রাহুল দ্রাবিড়কে দোষী সাব্যস্ত করেছেন। কারণ এর আগে ২০০৪ সালে পাকিস্তান সফরে অধিনায়ক রাহুল দ্রাবিড় অধিনায়ক থাকাকালীন এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এমন সময় ভারতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিলেন, যখন সচিন টেন্ডুলকার ১৯৪ রানে অপরাজিত ছিলেন, তখন এই অনেক বিতর্ক হয়েছিল। এবারও যে এই নিয়ে জলঘোলা হবে, তাতে সন্দেহ নেই।