বড় ধাক্কা ভারতীয় শিবিরে! ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা ভারতীয়

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে গুরুতর চোট পান ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Robindra Jadeja)। যার ফলে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলা হয়নি জাদেজার। তারপর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন রবীন্দ্র জাদেজা। অনেকেই ভেবেছিলেন তিনি সুস্থ হয়ে ইংল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন। তবে সব আশা শেষ, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সাদা জার্সি গায়ে মাঠে নামা হচ্ছে না রবীন্দ্র জাদেজার। চিকিৎসকরা জানিয়েছেন জাদেজার সেরে উঠতে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে।

সিডনি টেস্ট চলাকালীন ব্যাটিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলের গুরুতর চোট পান রবীন্দ্র জাদেজা। চিকিৎসকরা পরীক্ষা করে জানান জাদেজার হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গিয়েছে। তারপর জাদেজার আঙ্গুলে অস্ত্রোপচার করা হয়। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি টেস্ট ম্যাচে জাদেজাকে পায় নি টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে রাখা হয়নি জাদেজাকে। পরে জানা যায় পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন জাদেজা। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে যাতে মাঠে ফিরতে পারেন জাদেজা।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, জাদেজার সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে জাদেজার চোট পর্যবেক্ষণ করা হবে। তারপর জানানো হবে জাদেজা সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারবেন কিনা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে, জাদেজার মত একজন স্পিন অলরাউন্ডার না পাওয়ায় দেশের মাটিতে কিছুটা হলেও সুবিধা থেকে বঞ্চিত হল ভারতীয় দল। তবে ভারতীয় দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়ন স্পিনার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর