মহুয়া রায়চৌধুরী হয়ে বড়পর্দায় অঙ্কিতা! তিন বছরের রাজত্বের পর শেষের মুখে ‘জগদ্ধাত্রী’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম নায়িকাদের মধ্যে অন্যতম নাম মহুয়া রায়চৌধুরী । আশির দশকের গোড়ায় পর্দায় তাঁর দাপট ছিল দেখার মতো। খুব কম সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন তিনি। উল্কার গতিতে উত্থান, তত দ্রুতই রূপোলি জগৎ থেকে বিদায়। বাংলা চলচ্চিত্র জগৎ তাঁকে পুরোপুরি ভাবে পাওয়ার আগেই ইহজগৎ থেকে বিদায় নেন মহুয়া রায়চৌধুরী। এবার তাঁর বায়োপিকে অভিনয় করতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অভিনেত্রী।

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অঙ্কিতা মল্লিক

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি হতে চলেছে টলিউডে। প্রযোজক রানা সরকার বড়পর্দায় নিয়ে আসছেন খ্যাতনামা এই অভিনেত্রীকে। মহুয়ার ভূমিকায় কাকে দেখা যাবে এই ছবিতে তা নিয়ে এতদিন ধরে চলছিল গুঞ্জন। অবশেষে সামনে এল অভিনেত্রীর নাম। তিনি পর্দার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।

Jagadhatri actress ankita to be seen in mahua roy choudhury biopic

কী জানান অঙ্কিতা: সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, তিনি একই সঙ্গে উত্তেজিত আবার নার্ভাসও। সব অনুভূতি একসঙ্গেই কাজ করছে। অঙ্কিতার কথায়, তিনি এমন একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন যিনি তাঁর মতোই প্রত্যেকটি সিনেমাপ্রেমী বাঙালির কাছে খুবই প্রিয়, স্বপ্নের নায়িকা (Jagadhatri)। অভিনেত্রী বলেন, এই চরিত্রটিকে বড়পর্দায় ফুটিয়ে তোলার কাজ কঠিন। তবে তিনি চেষ্টা করবেন যাতে দর্শকরা পর্দায় মহুয়া রায়চৌধুরীকে কিছুটা হলেও ফেরত পান।

আরও পড়ুন : পুজোর আগেই কমল স্মার্ট কার্ডের দাম, ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা মেট্রোর

উচ্ছ্বসিত অঙ্কিতার অনুরাগীরা: জল্পনা অবশ্য আগে থেকেই ছিল। কারণ রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে দেখা গিয়েছিল অঙ্কিতাকে (Jagadhatri)। তখনই অনেকে মনে করেছিলেন, সম্ভবত সংস্থার ব্যানারে কোনও ছবিতে দেখা যাবে তাঁকে। তবে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অঙ্কিতার অভিনয় করার খবর নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের কাছে বড় চমক।

আরও পড়ুন : শেষ মুহূর্তেও বাঁচার আপ্রাণ চেষ্টা, জুবিনের অন্তিম সময়ের ভিডিও ফাঁস? কী ঘটেছিল সেদিন?

প্রসঙ্গত, বর্তমানে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে দেখা যাচ্ছে অঙ্কিতাকে। দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী সিরিয়ালটি শেষ হওয়ার পরেই মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সোহিনী ভৌমিক।