বাংলাহান্ট ডেস্ক : বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে জি বাংলায় রাজত্ব করছে ‘জগদ্ধাত্রী’। এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবথেকে পুরনো যে দুটি ধারাবাহিক (Serial) সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে অন্যতম জগদ্ধাত্রী। আর পাঁচটি সিরিয়ালের থেকে এটি ভিন্ন, কারণ অন্যান্য সিরিয়াল যেখানে কয়েক মাসেই টিআরপির অভাবে শেষ হয়ে যায়, সেখানে তিন বছরের বেশি সময় ধরে প্রথম দশে জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। শুধু তাই নয়, তিন বছর ধরে সন্ধ্যা সাতটার স্লটই ধরে রেখেছে সিরিয়ালটি (Serial)। তবে এতদিন পর শেষমেশ স্লট হাতছাড়া হল জগদ্ধাত্রীর।
নতুন সিরিয়ালের (Serial) কাছে হাতছাড়া জগদ্ধাত্রীর স্লট
জি বাংলায় একাধিক নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সদ্য সামনে এসেছে ‘বেশ করেছি প্রেম করেছি’র প্রোমো। নিখাদ স্কুল রোম্যান্সের কাহিনি উঠে আসতে চলেছে এই সিরিয়ালে। রাজদীপ গোস্বামী এবং ইন্দ্রাণী দত্ত অভিনীত এই আসন্ন সিরিয়ালটি দেখা যাবে সন্ধ্যা সাতটার স্লটে। চ্যানেলে ঘোষণা হতেই প্রশ্ন উঠেছে, জগদ্ধাত্রী কি তবে শেষ হতে চলেছে?

কবে শেষ হবে জগদ্ধাত্রী: এর আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, চলতি বছরের শেষ দিকেই এতদিনের গল্পে ইতি টানতে পারে জগদ্ধাত্রী (Jagadhatri)। এবার নতুন সিরিয়ালের স্লট ঘোষণা হতেই চিন্তায় অনুরাগীরা। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। মনে করা হচ্ছে, তার আগে ৭ ডিসেম্বরই শেষ হবে জগদ্ধাত্রী। এখনও পর্যন্ত এই সিরিয়ালের নতুন স্লট ঘোষণা হয়নি। তাতেই আরও দৃঢ় হয়েছে জল্পনা।
আরও পড়ুন : সপরিবারে জঙ্গল সাফারি, সিনেমার টিকিট! সর্বাধিক ডিজিটাইজেশন করলেই আকর্ষণীয় উপহার BLO-দের
ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় আসছে মেগা: উল্লেখ্য, নতুন সিরিয়ালটিও স্নেহাশিস চক্রবর্তীর পরিচালনা এবং প্রযোজনায় শুরু হতে চলেছে। তাই দর্শকরা মনে করছেন, জগদ্ধাত্রীর মতোই এই ধারাবাহিকও ভালো প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন : বশে থাকবে হালকা খিদে, গলা-পেট দুয়েরই আরাম হবে গাজর-আদার স্পেশ্যাল স্যুপে
প্রসঙ্গত, ‘বেশ করেছি প্রেম করেছি’র সিরিয়ালে ফুটে উঠবে জেন জি এর প্রেম কাহিনি। দুই স্কুল পড়ুয়ার গল্পের পাশাপাশি আগেকার প্রজন্মের কাহিনিও সমান্তরালে চলবে বলে জানা যাচ্ছে।












