দু হাত তুলে ‘জয় জগন্নাথ’ ধ্বনি, স্নানযাত্রার উৎসবে সাষ্টাঙ্গে ঈশ্বরকে প্রণাম করল রাজ-পুত্র ইউভান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জন্ম থেকেই লাইমলাইটে ইউভান (Yuvaan)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) একরত্তিকে চোখে হারান নেটিজেনরা। জন্মের পর মুহূর্ত থেকেই ছেলেকে সোশ‍্যাল মিডিয়ার অঙ্গ করে তুলেছেন তারকা দম্পতি। রাজ শুভশ্রীর দৌলতে ইউভানকে কার্যত ছোট থেকে বড় হতে দেখেছে নেটনাগরিকরা।

তেমনি ছেলেকে কোনো কাজেই বাধা দেননি রাজশ্রী জুটি। সে বাইকে বসে পোজ দেওয়াই হোক বা চার চাকার স্টিয়ারিং ঘোরানো। শরীরচর্চা থেকে সন্তুর বাজানো ইউভানকে সবকিছুই করতে দেখেছে নেটিজেনরা। তাই ছোট থেকেই অনেক ‘অ্যাডভান্স’ খুদে। তার কাণ্ডকারখানা দেখে মাঝে মাঝে রাজ শুভশ্রীও চমকে যান।


মঙ্গলবার জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ‍্য তিথিতে রাজ শুভশ্রীর বাড়িতেও আয়োজন করা হয়েছিল স্নানযাত্রার। ইস্কনের মহারাজরা এসে স্নান করিয়ে গজবেশে সাজিয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। বসেছিল কীর্তনের আসর। এদিনের অনুষ্ঠানের কিছু টুকরো টুকরো মুহূর্ত সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শুভশ্রী।


সাদা ধুতি পাঞ্জাবিতে সেজেছিল ছোট্ট ইউভান। স্নানযাত্রার অনুষ্ঠানে সাধ‍্যমতো অংশ নিতে দেখা গিয়েছে তাকেও। কখনো শাঁখ তুলে নিয়ে ফুঁ দিয়েছে। আবার কখনো কীর্তনের তালে ফরাসের উপরে দাঁড়িয়ে আপন মনে নাচতে দেখা গিয়েছে পুঁচকে কে।  দু হাত তুলে ‘জয় জগন্নাথ’ ধ্বনিও দিয়েছে! ঠাকুরের সামনে মাথা ঝুঁকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে দু বছরের ইউভান।


রাজ শুভশ্রী যে জগন্নাথ ভক্ত তার প্রমাণ আগেও বহুবার পাওয়া গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে জগন্নাথ ধামে গিয়ে পুজো দিয়েছিলেন তাঁরা। ইউভানের প্রথম জন্মদিনের আগে আশীর্বাদ নিয়ে এসেছিলেন ঈশ্বরের‌। দোলযাত্রা উপলক্ষেও দম্পতির বাড়িতে পুজোপাঠ ও কীর্তনের আসর বসতে দেখা গিয়েছে।

https://www.instagram.com/tv/CeySucTJPuw/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/Ceyi8SQpfMa/?igshid=YmMyMTA2M2Y=

তবে সংবাদ মাধ‍্যমকে পরিচালক জানান, ইউভানকে কোনোকিছুই শিখিয়ে দেননি তাঁরা। সব নিজে থেকেই করেছে ছেলে। ইউভান এভাবেই বড় হোক, এটাই চান রাজ শুভশ্রী। রাজ আরো জানান, শুভশ্রীর বোনপো অনীশ ইস্কনের সঙ্গে যুক্ত। তিনিই প্রতিবার মহারাজদের নিয়ে আসেন বাড়িতে। খুব সুন্দর পুজোও নাকি করতে পারেন তিনি।

সম্পর্কিত খবর

X