বাংলাহান্ট ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দির, ভক্তদের চোখে জীবন্ত ঈশ্বরের আবাসস্থল। এখানে প্রতিদিন ঘটে এমন সব অলৌকিক ঘটনা, যা মানুষের যুক্তি-বুদ্ধির সীমা ছাড়িয়ে যায়। এই মন্দিরের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে ঘিরে অসংখ্য বিশ্বাস ও ভক্তির কাহিনি যুগে যুগে মানুষের মনে ভক্তির শিখা জ্বেলে রেখেছে। আর সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এই পবিত্র স্থানেই, যা দেখে অবাক হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ায় পুরী জগন্নাথ মন্দিরের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে যায় (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট)।
পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video)
ভাইরাল সেই ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, এক বাবা অশ্রুসিক্ত চোখে তাঁর নিথর সন্তানের দেহ কোলে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন। ভিডিওতে তাঁকে দেখে বোঝা যাচ্ছে, তাঁর মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, ভগবানের কাছে তাঁরসেই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রার্থনা—“প্রভু, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও।” সেখানে চারপাশে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। কেউ প্রার্থনা করছে, কেউ বা কান্নায় ভেঙে পড়ছে সেই অসহায় পিতার কষ্ট দেখে। মন্দির চত্বরে তখন নেমে এসেছে গভীর নীরবতা।
আরও পড়ুন: ইন্টারনেট না থাকলেও টাকা পাঠান UPI-তে, কীভাবে পাঠাবেন বিস্তারিত জানুন…
ভিডিওটিতে (Viral Video) কিছুক্ষণ পর দেখা যায়, বাবা সেই মৃত সন্তানকে মন্দিরের সিঁড়ির ধারে বসিয়ে জগন্নাথ দেবের দিকে মুখ করে কাঁদছেন। আশেপাশের ভক্তরাও উদ্বিগ্ন চোখে প্রভুর দিকে তাকিয়ে রয়েছেন। যেন সকলে প্রভুর থেকে আশাই করছেন প্রভু ভক্তের ডাকে ঠিক সারা দেবেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য এক দৃশ্য—শিশুটির দেহে নড়াচড়া শুরু হয়। প্রথমে হাত, তারপর চোখের পাতা নড়ে ওঠে, আর মুহূর্তের মধ্যেই সে ধীরে ধীরে চোখ খোলে। উপস্থিত সকলেই হতবাক। কেউ বিশ্বাস করতে পারছে না যা তারা দেখছে।
ভিডিওটি (Viral Video) দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। লাখো মানুষ প্রত্যক্ষ করেছেন করেছেন এই দৃশ্য। প্রচুর মানুষ কমেন্টে করেও ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, “জগন্নাথ দেব সত্যিই জীবন্ত ঈশ্বর,” আবার কেউ লিখেছেন, “এটা অলৌকিক ছাড়া আর কিছুই নয়।” ভিডিওটি ঘিরে যদিও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন, তবু অধিকাংশ মানুষ এই ঘটনাকে দেবতার আশীর্বাদ হিসেবেই দেখছেন।

আরও পড়ুন:আটকে ছিল কাটা পা! দিল্লি বিস্ফোরণে i20 গাড়িটি চালাচ্ছিল উমর উন-নবিই, DNA পরীক্ষায় হল প্রমাণ
জগন্নাথ মন্দিরকে ঘিরে এর আগেও বহু অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। বলা হয়, দেবতার দৃষ্টিতে যার প্রতি আশীর্বাদ পড়ে, তার জীবনের অন্ধকার মুছে যায়। মন্দিরের পতাকা সর্বদা বাতাসের বিপরীতে ওড়ে, চক্রটি যে দিক থেকেই দেখা হোক না কেন, একইভাবে দৃশ্যমান হয়—এসবই এই মন্দিরের রহস্যময় মাহাত্ম্যের প্রতীক। সেই প্রাচীন বিশ্বাসকেই যেন আরও একবার দৃঢ় করল এই ভিডিও (Viral Video)।












