বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ভারতীয় জনতা পার্টির (BJP) রাষ্ট্রীয় কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা (JP Nadda) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন। দলের সর্বভারতীয় নির্বাচনী সভাপতি রাধা মোহন সিং জেপি নাড্ডা কে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেন।
Announcement of the newly-elected BJP National President at BJP headquarters in New Delhi. https://t.co/4eDNyMrQAr
— BJP (@BJP4India) January 20, 2020
জেপি নাড্ডার বিরুদ্ধে বিজেপির কেউই মনোনয়ন দাখিল করেছিলেন না। আর এর জন্যই আগে থেকেই উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন বলে ধরে নেওয়া হয়েছিল। জেপি নাড্ডা এখন বিজেপিতে অমিত শাহ (Amit Shah) এর জায়গা নেবেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে বিজেপির কার্যালয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
বিজেপিতে আগাগোড়াই সভাপতি পদের নির্বাচন সবার সহমতিতে করানো হয়। আর সভাপতি সবসময়ই কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন। আর এরজন্য এবার দলের পুরনো ইতিহাস বদলের খুবই কম সম্ভাবনা ছিল। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার সাথে সাথে দলের প্রাক্তন সভাপতি অমিত শাহ এর সাড়ে পাঁচ বছরের কার্যকাল শেষ হয়ে গেলো।
Jagat Prakash Nadda elected unopposed as the National President of Bharatiya Janata Party (BJP) pic.twitter.com/ek5PlEZ2sE
— ANI (@ANI) January 20, 2020
আপনাদের জানিয়ে রাখি, অমিত শাহ যতদিন সভাপতি ছিলেন, ততদিন বিজেপির নির্বাচনী ফলাফল গোটা দেশে সর্বশ্রেষ্ঠ ছিল।