উপরাষ্ট্রপতি পদে কী মোদী-শাহের তুরুপের তাস ‘জগদীপ ধনকড়’? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির বিজেপি (BJP) সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্ক সকলের জানা। বাংলার রাজ্যপাল (Governor) হয়েও বহু সময় বিজেপির হয়ে কথা বলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকি বহু সময় জগদীপ ধনকড়কে (Jagdip Dhankar) বিজেপির ‘লোক’ বলে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস দলের একাংশ নেতা-নেত্রীরা আর এবার সেই ধনকড়কে ঘিরেই শুরু হয়ে গেল তুমুল জল্পনা। উপরাষ্ট্রপতি (Vice President) পদে বিজেপির পদপ্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসায় গোটা দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। তবে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। রাষ্ট্রপতি পদে বিজেপির পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম স্থির করা হয়ে গিয়েছে। এক্ষেত্রে বিরোধীদের তুরুপের দাস যশবন্ত সিনহার তুলনায় অনেকখানি এগিয়ে দ্রৌপদীদেবী। বিভিন্ন মহল থেকে তাঁর জয়লাভ এক প্রকার নিশ্চিত বলে দাবি করা হয়েছে। এর মাঝে বর্তমানে গোটা দেশের পাখির চোখ ‘উপরাষ্ট্রপতি’ পদের দিকে।

এক্ষেত্রে বিজেপির একাংশের মতে, সংখ্যালঘু নেতা মোখতার আব্বাস নকভিকে বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দেখা যেতে পারে। তবে বর্তমানে জগদীপ ধনকড়ের নাম উঠে আসায় হতবাক হয়ে পড়েছে সকলে। এমনকি এই প্রসঙ্গে বিজেপির বহু সাংসদ-বিধায়কদের কাছে কোন খবর নেই বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে বিজেপি সরকারের কোন সিদ্ধান্তের পেছনে মূলত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পরিকল্পনা কাজ করে। এক্ষেত্রে তাদের ব্যতীত অন্য কারোর কাছে খবর থাকা সম্ভব নয়। ফলে বাংলার রাজ্যপাল ধনকড়কে উপরাষ্ট্রপতির পদে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করা হচ্ছে।

IMG 20210511 211748 1

সম্প্রতি দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল ধনকড়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সেখানে উপস্থিত ছিলেন, যা নিয়ে বিস্তর জল্পনার সৃষ্টি হয়। এর মাঝেই বর্তমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধনকড়। তবে কি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্যই দিল্লিতে বৈঠক সারছেন তিনি, এক্ষেত্রে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেলেও কোন জবাব মেলেনি।

Sayan Das

সম্পর্কিত খবর