গানের গুঁতো: নিয়ম ভেঙে রাস্তায় বেরোলে জোর করে গান শোনাবে পুলিস

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বাদশার ‘গেন্দা ফুল’ গানটি নিয়ে চরমে উঠেছিল বিতর্ক। একাংশের বেশ পছন্দ হলেও অনেকেরই আপত্তি ছিল গানটি নিয়ে। এবার সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতারিয়া অভিনীত ‘মসকলি ২.০’ গানটি নিয়েও একই রকম সমালোচনা শুরু হয়েছে। যারা গানটি শুনেছেন ইতিমধ‍্যে প্রায় সকলেই বলছেন আসল গানটির সঙ্গে খুবই বেমানান এই রিমেকটি। এবার এই গানকেই হাতিয়ার বানিয়ে করোনার বিরুদ্ধে প্রচারে নেমেছে জয়পুর পুলিস।

jaipur police 5d5385d829049
লকডাউনের মধ‍্যেও যারা নিয়ম ভেঙে বিনা কারনে রাস্তায় বেরোচ্ছে তাদের উদ্দেশ‍্যে টুইট বার্তায় জয়পুর পুলিস জানিয়েছে, যদি বিনা কারনে রাস্তায় বেরোন তাহলে একটি ঘরে বন্ধ করে মসকলি ২.০ গানটি বারবার শুনতে বাধ‍্য করা হবে। অনিয়ম রুখতে পুলিসের এই অভিনব প্রয়াসকে কুর্নিশ জানিয়েছে নেটজনতাই। অনেকেই টুইটের কমেন্টে ক্ষোভ উগরে দিয়েছে এই গানের প্রতি। জয়পুর পুলিসের প্রশংসা করেও টুইট করেছেন অনেকেই।

https://twitter.com/jaipur_police/status/1248175433213816832?s=19

প্রসঙ্গত, মসকলির রিমেক সংষ্করণটি গেয়েছেন তুলসী কুমার ও সাচেত ট‍্যান্ডন। গানে সুর দিয়েছেন তনিষ্ক বাগচী। ইতিমধ‍্যেই আসল গানটির সুরকার এ আর রহমান টুইটে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এই নতুন গানটি নিয়ে। সেই সঙ্গে জানিয়েছেন আসল গানটি তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছিল তাঁদের।

ক্ষোভ প্রকাশ করেছেন আসল মসকলি গানের লেখক প্রসূন যোশীও। দিল্লি ৬ ছবির পরিচালক অনুরোধ জানিয়েছেন আসল গানগুলির এভাবে রিমেক না বানাতে, যাতে পরবর্তী প্রজন্ম আসল গানগুলির সঙ্গে পরিচিত হতে পারে।

Niranjana Nag

সম্পর্কিত খবর