বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের জয়পুরে (Jaipur Blast) ১১ বছর আগে হওয়া সিরিয়াল বোম ব্লাস্ট মামলায় বিশেষ আদালত বুধবার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল। ১৩ মে ২০০৮ এ জয়পুরের আট জায়গায় বোমা হামলা হয়েছিল, ওই হামলায় ৭১ জনের মৃত্যু হয়েছিল। যেই অভিযুক্তদের আদালত দোষী সাব্যস্ত করলো তাঁদের নাম হল, মোহম্মদ সৈফ, মোহম্মদ সরবর আজমী, সফিউর রহমান আর সালমান।
এই মামলায় ন্যায়মিত্র (অ্যামিক্স কিউরি) সাংবাদিকদের জানান যে, আদালত অভিযুক্ত শাহবাজ হুসেইন নির্দোষ বলে জানিয়েছে, কারণ তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি চার অভিযুক্তকে আইপিসি ধারা ১২০ বি অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। শাহবাজ এই ধামাকায় ইমেইল পাঠিয়ে দায় স্বীকার করেছিল। বাকি চার দোষীর নাম মোহম্মদ সৈফ, মোহম্মদ সরবর, আজমী। সফিউর রহমান আর সালমান। তাঁরা সবাই আদলতে উপস্থিত ছিল।
আপনাদের জানিয়ে রাখি, বিশেষ আদালতে বিচারক অজয় কুমার শর্মা এই মামলায় শুনানি করা অষ্টম বিচারক। ওনার আগে সাতজন বিচারক এই মামলা নিয়ে শুনানি করেছিলেন। জয়পুর হামলায় যুক্ত অন্য চার অভিযুক্ত শাদাব, মোহম্মদ আরিজ খান, মোহম্মদ খালিদ আর সাজিদকে পুলিশ আজও গ্রেফতার করতে পারেনি। যদিও চারজন পলাতকের মধ্যে একজন মোহম্মদ আরিজকে দিল্লী পুলিশ আজমগড় থেকে গ্রেফতার করেছিল। কিন্তু রাজস্থান পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত মোহম্মদ আরিজকে নিজেদের রিমান্ডে নিতে পারেনি।
এছাড়াও এই ব্লাস্টে অন্য অভিযুক্ত মোহম্মদ আতিককে ২০০৮ এ দিল্লী পুলিশ বাটলা হাউস এনকাউন্টারে খতম করেছিল। উল্লেখ্য, জয়পুর বোম ব্লাস্টে ৭১ জনের মৃত্যু হয়েছিল আর ১৮৫ জন আহত হয়েছিলেন।