সেনার এনকাউন্টারে নিকেশ মাসুদ আজাহারের ভাইপো, ২০১৯-র পুলওয়ামা হামলায় যুক্ত ছিল সে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের অবন্তিপোরায় শনিবার সেনা আর পুলিশের জওয়ানরা বড়সড় সফলতা অর্জন করল। সেনার জওয়ানরা দক্ষিণ কাশ্মীরে দুই জঙ্গিকে নিকেশ করেছেন। ওই দুই জঙ্গির মধ্যে একজন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারের ভাইপো মহম্মদ ইসমাইল ওরফে লম্বু ছিল। লম্বু আইইডি এক্সপার্ট ছিল। পুলওয়ামা হামলার ষড়যন্ত্রে সে যুক্ত ছিল। এছাড়াও অনেক জঙ্গি হামলায় তাঁর নাম ছিল।

মহম্মদ ইসমাইল বর্তমানে জম্মু কাশ্মীরে জইশের প্রধান কম্যান্ডার ছিল। পুলওয়ামায় ২০১৯ আর ২০২০ সালে হওয়া জঙ্গি হামলায় সে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই সেনা তাঁর খোঁজ চালাচ্ছিল। অবশেষে তাঁকে নিকেশ করতে সক্ষম হল তাঁরা। ২০১৯ সালে CRPF এর ৪০ জন জওয়ান সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। সেই সময় যেই আইইডি-র ব্যবহার করা হয়েছিল, সেটা মাসুদ আজাহারের ভাইপোরই তৈরি বলে জানা যাচ্ছে।

ইন্টেলেজেন্সির মতে, লম্বুর জন্ম পাকিস্তানে হয়েছিল। সে জঙ্গিদের মধ্যেই বড় হয় আর ২০১৭ সালে সে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে। এরপর থেকে সে অবন্তিপোরা, পুলওয়ামা আর অনন্তনাগে জঙ্গি গতিবিধি চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

X