সবজির দাম রেকর্ড ছুঁয়েছে! ক্রেতাদের স্বস্তি দিতে কৃষি বিপণন দপ্তরের নয়া উদ্যোগ

Updated on:

Updated on:

Jalpaiguri agricultural marketing department brings vegetable prices under control

বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগের জেরে জলপাইগুড়ি (Jalpaiguri) বাজারে সবজির আকাল। যার ফলে প্রতিটি কাঁচা সবজির দাম বর্তমানে আকাশছোঁয়া। বাজারে গিয়ে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। আর এই সব কারণের জন্য ন্যায্য মূল্যের দোকান খুলল কৃষি বিপণন দপ্তর।

সবজির দাম নিয়ন্ত্রণে নামল কৃষি বিপণন দপ্তর (Jalpaiguri)

সম্প্রতি মন-থার জেরে বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। যার ফলে নষ্ট হয়েছে যেমন কাঁচা সবজি ও পাকা ধান। এর ফলে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির (Jalpaiguri) বিভিন্ন জায়গায় সবজির দাম বর্তমানে আকাশছোঁয়া। বাজারে গিয়ে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা।

এহেনো পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরের বয়েলখানা ও ইন্দিরা কলোনি বাজারে সুফল বাংলার গাড়িতে ভ্রাম্যমান সবজি বাজার খোলা হয়েছে। যেখানে বাজারের থেকে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে শাক সবজি। এর ফলে ক্রেতারা সেখান থেকে জিনিসপত্র কেনাকাটি করছে। ও চোখে পড়ার মতন ভিড় দেখা যাচ্ছে সেখানে।

 Jalpaiguri agricultural marketing department brings vegetable prices under control

আরও পড়ুন: রোজকার খাবারে সামান্য বদলেই ইউরিক অ্যাসিড হবে নিয়ন্ত্রণে, জানুন কোন ৩ টি খাবার খেতে হবে

তবে এই পরিস্থিতিতে জানা যায়, বাজারের সবজির দাম যত দিন না স্থিতিশীল হচ্ছে ততদিন পর্যন্ত এই ভ্রাম্যমান বাজার চালু থাকবে বলে জানিয়েছে কৃষি বিপণন দক্ষতারের তরফ থেকে। আর এর ফলে সেখান থেকে ক্রেতারা স্বল্পমূল্যে কাঁচা সবজির বাজার করতে পারবেন।

স্বাভাবিকভাবে বাজারে মনথার জেরে কাঁচা সবজি টান পড়েছে। যার জেরে সকল সবজির দামি বেড়ে গিয়েছে। এর ফলে বাজার করতে এসে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্রেতাদের। তবে ক্রেতাদের এই সমস্যা সমাধান করার জন্য জলপাইগুড়ি (Jalpaiguri) সরকার কৃষি বিপন্ন তরফ থেকে কৃষি বিপণন অধিকার্তা দেবাঞ্জন পালিত জানান মানুষকে স্বস্তি দিতে এই ভ্রাম্যমান সবজি বাজার চালু করা হয়েছে।