‘লক্ষী ভাণ্ডার না নিলেই রাস্তা হয়ে যাবে’, এক অবরোধ বন্ধ করতে গিয়ে নতুন অবরোধের সূত্রপাত, উত্তাল রাজগঞ্জ

Published on:

Published on:

Jalpaiguri BDO Sparks Row Over Laxmir Bhandar Comment

বাংলা হান্ট ডেস্কঃ জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার অবস্থা বেহাল। বৃষ্টি হলেই কাদা-মাটি, জল জমে পথ হাঁটার অযোগ্য হয়ে যায় গোটা এলাকা। সেই দুর্ভোগের প্রতিবাদেই গতকাল শুক্রবার সকাল থেকে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি (Jalpaiguri) থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। কিছুক্ষণ পর সেখানে হাজির হন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, অবরোধকারীদের সঙ্গে কথা বলার বদলে তিনি শুরু থেকেই উত্তেজিত হয়ে পড়েন। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে বলেন, “আপনাদের জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, রাস্তাও হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে।”

এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বহু মহিলা। তাঁরা সাফ জানান, “আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের শুধু রাস্তাটা ঠিক করে দিন।” এই প্রতিক্রিয়াতেই বিডিও আরও বিতর্কিত মন্তব্য করে বসেন,”১০০ জন যদি লক্ষ্মীর ভান্ডার না নেয়, তাহলে ওই টাকাতেই রাস্তা বানানো যাবে।”

‘শাক দিয়ে মাছ ঢাকা যাবে না’, কটাক্ষ বিজেপির

বিডিওর এই মন্তব্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে ক্ষোভ। সরকারি আধিকারিক কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। এরপরেই সরব হয় বিজেপি। দলের নেতা নকুল বলেন, “বিডিও এখানে প্রশাসনের প্রতিনিধি হয়ে আসেননি, এসেছেন লক্ষ্মীর ভান্ডারের প্রচার করতে। মহিলারা যদি ভাতা না নেন, তাহলে সেই টাকা রাস্তার কাজে লাগবে, এটা কী ধরনের যুক্তি?” তিনি আরও বলেন, “প্রতিদিন ট্রাকে ট্রাকে বালি যাচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে? উনি কিছু দেখেন না? এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।”

Jalpaiguri BDO Sparks Row Over Laxmir Bhandar Comment

আরও পড়ুনঃ এবার ‘তৃতীয় চোখ’ খুলবে নবান্ন! তিনতলায় চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম

সরকারি প্রকল্পের টাকা কীভাবে খরচ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। একটি মৌলিক নাগরিক চাহিদা পাকা রাস্তার দাবি জানানতে একজন বিডিওর এমন মন্তব্য প্রশাসনিক নিষ্ঠার সঙ্গে কতটা খাপ খায়, সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। জলপাইগুড়ির (Jalpaiguri) স্থানীয় বাসিন্দাদের দাবি স্পষ্ট, ‘ভাতা নয়, রাস্তাই চাই’। আর প্রশাসনের দায়িত্ব সেই দাবি শুনে সমাধান করা, বিতর্ক তৈরি করা নয়, এমনটাই মনে করছেন অনেকেই।