বাংলা হান্ট ডেস্কঃ শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ফের ছাত্রীর সুরক্ষা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। জলপাইগুড়ির (Jalpaiguri) এক নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রী যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর মা। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে জেলা শিশু সুরক্ষা কমিশনকেও।
পরিবারের অভিযোগ, ২৩ জুন ক্লাস চলাকালীন এক সহপাঠী ছাত্র আপত্তিকর আচরণ করে। এরপর ছাত্রীটির শরীরের স্পর্শকাতর জায়গায় বারবার হাত দেয় বলে অভিযোগ। ঘটনার পর রাতেই স্কুল কর্তৃপক্ষকে ইমেলে জানানো হলেও, পরদিন লিখিত অভিযোগ জমা দিতে গেলে প্রিন্সিপাল তাঁদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে দাবি পরিবারের।
প্রিন্সিপালের বিরুদ্ধে ‘চেপে যাওয়ার’ অভিযোগ
ছাত্রীটির মা জানান, প্রথমে ক্লাস টিচারকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে প্রিন্সিপালের কাছেও গেলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়। পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল। তাই বাধ্য হয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে জেলা পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্ত শুরু করেছে। জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ডঃ মান্না মুখোপাধ্যায় বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরেই আমরা তদন্তের নির্দেশ দিয়েছি।” জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, “অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
আরও পড়ুনঃ নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন? কাকদ্বীপ কলেজে TMCP নেতাদের নিয়োগ প্রসঙ্গে বিস্ফোরক কল্যাণ
কসবার পর জলপাইগুড়ি (Jalpaiguri)! স্কুলে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন
সম্প্রতি কসবা কলেজ কাণ্ডে ছাত্রীর গণধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। এবার জলপাইগুড়ির (Jalpaiguri) স্কুলে সহপাঠীর হাতে যৌন হেনস্থার অভিযোগ নতুন করে নাড়া দিল অভিভাবক মহলকে। যেখানে ছাত্রীর নিরাপত্তা থাকা উচিত ছিল, সেখানেই শিক্ষকেরা নিশ্চুপ কেন—এই প্রশ্ন ঘুরছে চারদিকে। স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্ত ছাত্রের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।