কাজ শিকেয় তুলে এলাহি আয়োজন! পঞ্চায়েতে উপপ্রধানের ‘আইবুড়ো ভাত”, চলল দেদার খানাপিনা

বাংলাহান্ট ডেস্ক : বিয়ে বলে কথা। তাও আবার উপপ্রধানের। সেই আনন্দে কাজকর্ম বন্ধ পঞ্চায়েত অফিসে। তার জায়গায় করে আয়োজন করা হল আইবুড়ো ভাতের। পঞ্চায়েতের চেয়ারে বসেই লজ্জা লজ্জা মুখ করে আইবুড়ো ভাত খেলেন উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল। আর আয়োজনও হয়েছিল জব্বর। সানাই বাজিয়ে, শঙ্খ-উলুধ্বনি দিয়ে ধুমধাম করে আইবুড়ো ভাতের আয়োজন করলেন পঞ্চায়েতের সদস্যরাই। খাওয়াদাওয়াও এলাহি ব্যাপার। পঞ্চব্যাঞ্জনে থালা ভরিয়ে পঞ্চায়েতের মহিলা সদস্যরা যত্ন করে খাইয়ে দিলেন ‘আদরের’ উপপ্রধানকে।

এই আনন্দ-উৎসবকে জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য কাজকর্ম বন্ধ থাকল পঞ্চায়েত অফিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা সফরে আসার আগেই শুক্রবার এমন ঘটনা ঘটল জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আইবুড়ো ভাতের একটি ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, থালা সাজিয়ে পঞ্চায়েত অফিসে উপপ্রধানকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন পঞ্চায়েতের সদস্যরা। রান্নাবান্নার আয়োজনও এলাহি।

কী কী রয়েছে মেনুতে? বড় কাঁসার থালার চারপাশে সাজানো রয়েছে বাটি। ভাত , মাংস ,ডাল , নানা রকম তরকারি ছাড়াও মেনুতে ছিল বড় মাছের মাথার মুড়ো ,পায়েস দই, মিষ্টি ও চাটনি। অনুষ্ঠানের আয়োজক স্বয়ং পঞ্চায়েত প্রধান। জানা গিয়েছে, উপপ্রধানের কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। মোবাইলে সাথে সাথেই বেজে ওঠে সানাইয়ের সুর। সদস্যেরা একে একে উপপ্রধানকে পায়েস, মাছের মাথাও খাওয়ান।

এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠে তৃণমূল নেতৃত্ব। বিরোধী শিবিরেও এই নিয়ে কানাঘুষো চলছে। কাজকর্ম বন্ধ রেখে পঞ্চায়েত অফিসে উৎসব হওয়ায় কটাক্ষ করেছেন বিরোধী শিবির। অভিযোগ, যখন আনন্দ-অনুষ্ঠান চলছিল তখন নাকি এলাকার অনেক বাসিন্দাই কাজ নিয়ে এসে ফিরে চলে যান। বিজেপির জেলা মুখপাত্র মৃত্যুঞ্জয় নন্দী বলেন, ‘কর্ম-সংস্কৃতি শিকেয় তুলে পঞ্চায়েত দফতরে ব্যক্তিগত অনুষ্ঠান! এটাই এখন তৃণমূলের সংস্কৃতি।’ যদিও প্রধানের দাবি, ‘অফিসের কাজকর্ম বন্ধ রেখে কিছুই করা হয়নি। পঞ্চায়েতের সাধারণ সভা শেষ হওয়ার পরে, খাওয়ানো হয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর