পিনারাই বিজয়ন এর উপর গুরুতর অভিযোগ জামিয়া ছাত্রী আয়েশার, CPIM বলল ক্ষমা চাক আয়েশা!

বাংলা হান্ট ডেস্কঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Milia Islamia University) এর ছাত্রী আয়েশা রেন্না (ayesha renna) নিজের সহযোগীদের মুক্তির আবেদন নিয়ে কেরল গেছেন। কেরলের মল্লাপুরম পৌঁছে আয়েশা জানায়, ‘আমরা সংখ্যালঘু মুসলিম বহুজন রাজনীতির উত্থান দেখছি। আমি চন্দ্রশেখর আজাদ (ভীম আর্মির প্রধান) এর নিঃশর্ত আর শীঘ্র মুক্তি চাই।”

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর উপর অভিযোগ করে আয়েশা বলেন, ‘বিগত দুই সপ্তাহে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াকে পিনরাই বিজয়ন সরকার আর পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। আমি তাঁদের শীঘ্র আর নিঃশর্ত মুক্তি চাই।”

আয়েশা দ্বারা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর উপর এই অভিযোগ আনার পর বামপন্থী কমিউনিস্ট পার্টির কর্মীরা আয়েশার বিরুদ্ধে মল্লাপুরমের রাস্তায় নামে। সিপিএমএর কর্মীরা কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের নাম নেওয়ার জন্য আয়েশাকে ক্ষমা চাইতে বলে। আপনাদের জানিয়ে রাখি, আয়েশা নাগরিকতা আইন ২০১৯ এর নিয়ে চলা বিক্ষোভ প্রদর্শনে পোস্টার গার্লের নামে প্রসিদ্ধ হয়েছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর