‘হাতের মোয়া’ নাকি! সরকারি চাকরি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের, তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরি (Government Job) মানে ‘লাইফ সেট’! কমবেশি প্রত্যেকেই এই ধারণা পোষণ করেন। অনেক চাকরিজীবী (Government Employees) আবার নানান রকমের দাবিদাওয়া নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। তবে সেই প্রত্যেকটি দাবি যে পূরণ হয়, এমনটা কিন্তু নয়। অনেক সময় সেই পথে বাধা হয়ে দাঁড়ায় আদালত। এবার যেমন হাই কোর্টের (High Court) এমনই একটি রায়ে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে সরকারি কর্মচারীদের।

পশ্চিমবঙ্গে যেমন দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল আদালত অবধি গড়িয়েছে। মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে রাজ্যের DA ইস্যু। আদালতের দ্বারস্থ হলেও এখনও অবধি এই বিষয়ে তেমন কোনও সুরাহা হয়নি।

তবে শুধুমাত্র বাংলা নয়, এদেশের নানান রাজ্যের সরকারি কর্মীদের নিজেদের নানান দাবিদাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হতে দেখা যায়। কখনও হাই কোর্ট, কখনও আবার সুপ্রিম কোর্টে ছুটে যান তাঁরা। সেই মামলাগুলির ক্ষেত্রে কখনও সরকারি কর্মীদের পক্ষে রায় আসে, কখনও আবার আসে বিপক্ষে। এবার এমনই একটি ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ মমতা জমানা শেষ! পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে BJP! কবে? তোলপাড় করা ঘোষণা শুভেন্দুর

সম্প্রতি জম্মু এবং কাশ্মীর হাইকোর্টের (Jammu and Kashmir High Court) তরফ থেকে বলা হয়েছে, চাকরিরত (Government Job) অবস্থায় যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়াই হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। জম্মু ও কাশ্মীর স্টেট হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনে সহানুভূতির ভিত্তিতে চাকরি (Compassionate Jobs) চেয়ে দু’জন ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে হওয়া শুনানিতেই এমন রায় দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে ওই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

Jammu and Kashmir High Court order on compassionate jobs for Government employee’s family

জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টের বিচারপতি রাজেশ শেখরির নির্দেশ, চাকরিরত অবস্থায় প্রয়াত কোনও সরকারি কর্মীর পরিবারকে তখনই সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়া হবে যদি দেখা যায়, সেই সরকারি কর্মীর পরিবারের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়। এবার সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়ার আগে উক্ত সরকারি কর্মীর পরিবারের আর্থিক অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর