Bangla Hunt Desk: প্রতিনিয়ই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান প্রতিভার ভাইরাল ভিডিও (Viral video) উঠে আসছে স্যোশাল মিডিয়ার পর্দায়। সাধারণ মানুষের পাশাপাশি কর্তব্যরত পুলিশের (Police) পোস্ট করা বিভিন্ন ভিডিও বর্তমান দিনে নেটিজনদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এইসকল ভিডিও থেকে কখনও মানবিক আবেদন মূলক, আবার কখনও শিক্ষামূলক বিষয় সম্পর্কেও মানুষ জ্ঞান লাভ করতে পারে।
ভারতীয় সেনারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে দেশ মাতৃকা এবং দেশবাসীর রক্ষার্থে সীমান্ত এলাকায় নিজেদের কাজ করে চলেছে। তেমনই ভারতের পুলিশ বাহিনীও কিন্তু পিছিয়ে নেই। তারাও সর্বদা দেশবাসীর সাহাযার্থে এগিয়ে রয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, তাদের মধ্যেও কোন সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে।
জম্মু কাশ্মীর পুলিশ অফিসার
সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীর পুলিশ বাহিনীর এক কর্তব্যরত পুলিশ অফিসার সৈয়দ নাসির হুসেন শাহ (Syed Nasir Hussain Shah) নিজের কাজের পাশাপাশি তাঁর প্রতিভার জেরে স্যোশাল মিডিয়ায় সকলের মন জিতে নিয়েছেন। নিজের কাজের প্রতি তিনি অত্যন্ত দায়িত্বান একজন পুলিশ অফিসার।
As the Independence Day nears, here’s a wonderful rendition by this @JmuKmrPolice cop N.H Shah (from Surankote apparently).
Our country is filled with such amazing talent.
Please do put me in touch with him @JmuKmrPolice. 🙂#JaiHind 🇮🇳 @spvaid pic.twitter.com/ksGtETYnGi
— Danish Manzoor Bhat (@TellDM) August 13, 2020
ভাইরাল ভিডিও
একজন কর্তব্য পরায়ন পুলিশ অফিসার হলেও তাঁর গানের গলা যে এতটাই সুন্দর, সে বিষয়ে অনেকেই অবগত ছিলেন না। সম্প্রতি স্যোশাল মিডিয়া তাঁর একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশ ইউনিফর্ম পরে তিনি একটি দেশাত্মবোধক গান গাইছেন, যা শুনে দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘সন্দেশে আতি হে…’ তাঁর এই অনবদ্য গান ইতিমধ্যেই হাজারবার লাইক শেয়ার হয়ে গেছে।
Your voice is beautiful so let everyone hear you out, let them be mesmerized as well as I am.@SayedNasirHus16 keep Shining Brother.
Pir Panjal region has Huge Potential in every field@JmuKmrPolice @PoonchDm @ChowdharySaima @BasharatSyed_JK @NaveedKhawaja12 @CharakQadeer pic.twitter.com/xlkXxQGsJt— Khushnood Hussain Shah (@khushnood_jk) August 28, 2020
অভিভূত নাসির
দর্শকদের থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন পেয়ে অভিভূত পুলিশ অফিসার সৈয়দ নাসির হুসেন শাহও। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সকলের অভিনন্দনের রিপ্লাই পোস্টও করেছেন তিনি।