ভারতের রাজৌরি প্রান্তে গুলি চালাল পাক সেনা, লোকজন আহত ও দালান ক্ষতিগ্রস্ত

Published On:

করোনার মধ্যেও যেন থেমে নেই যুদ্ধ। মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানী (pakistan)সেনাবাহিনী গুলপুর সেক্টরে প্রায় চার ঘন্টা গুলি চালিয়েছিল। আর এই সময় অশান্তি আবার নতুন মোড় নিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর ফরোয়ার্ড পোস্ট পাশাপাশি আবাসিক অঞ্চলগুলিকে লক্ষ্য করে মর্টার এবং সর্বজনীন মেশিনগান দিয়ে গুলি চালায়। বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান কর্তৃক ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। কোনো পক্ষই কাউকে ছেড়ে কথা বলছে না।

ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানকে উপযুক্ত জবাব দিচ্ছে। মানজকোটে ঘুমন্ত অবস্থায় দু’জন আহত হয়। এ ছাড়া শেলিংয়ে ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। চরম গোলাগুলি চলাকালীন তারা গুরুতর আহত হয়।

তবে বর্তমানে আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৌরীর মানজককোটে পাকিস্তান সেনাবাহিনীর ওপর গুলি চালানো এই ঘটনা আবার এই পরিস্থিতিতে মানুষকে ভাবাচ্ছে।

সম্পর্কিত খবর

X