সাত সকালে জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, এখনও চলছে অভিযান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে সেনা বড়সড় সফলতা অর্জন করল। সেনা সেখানে এক জঙ্গিকে নিকেশ করেছে। এখনও দুজন জঙ্গিকে ঘিরে রাখা হয়েছে। সেনার অভিযানে জঙ্গিদের চালানো গুলিতে দুই নাগরিক আহত হয়েছেন। এখনও এনকাউন্টার চলছে বলে খবর।

গতকাল সন্ধ্যে থেকে সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। সেনা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে দেয়। চারিদিক থেকে নিজেদের ঘিরে ফেলা হয়েছে দেখে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও জঙ্গিদের গুলির যোগ্য জবাব দেয়।

ক্রস ফায়ারিংয়ে গুলি লাগার কারণে দুই নাগরিক আহত হয়েছেন। দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকদিকে, এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছে। এখনো দুজন লুকিয়ে আছে বলে খবর।

সম্পর্কিত খবর

X