১০ দিনে দু’বার! জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে জখম ২ পরিযায়ী শ্রমিক, শোরগোল অনন্তনাগে

বাংলা হান্ট ডেস্কঃ বিগত ১০ দিনে পরপর দুইবার জঙ্গি হামলার সাক্ষী থাকলো উপত্যকা। জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগে (Anantnag) জঙ্গি হামলায় গুলিবিদ্ধ দুই পরিযায়ী শ্রমিক (Migrant Labourers)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। একইসঙ্গে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

সাম্প্রতিক সময়ে উপত্যকা অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গত ৩ রা নভেম্বর কাশ্মীরের অনন্তনাগ অন্তর্গত ওয়ানিহামায় জঙ্গি হামলায় একটি বেসরকারি স্কুলের দুই পরিযায়ী শ্রমিক গুলিবিদ্ধ হন। উক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই ধারা বজায় রেখে এদিন ফের একবার জঙ্গি হামলার সাক্ষী থাকলো অনন্তনাগ এলাকা।

এক্ষেত্রে মাত্র ১০ দিনের ব্যবধানে পরপর দুইবার হামলার কারণে স্বাভাবিকভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসীরা। এক্ষেত্রে উভয় ঘটনায় পরিযায়ী শ্রমিকদের কেন লক্ষ্য করা হচ্ছে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোন ধারণা মেলেনি।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ২ পরিযায়ী শ্রমিক গুলিবিদ্ধ হন। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানায়, “অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জঙ্গি হামলার কারণে দুইজন পরিযায়ী শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসার স্বার্থে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

পাশাপাশি জঙ্গিদের পাকড়াও করতে ইতিমধ্যে গোটা এলাকায় জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে খবর। অপরদিকে, এই হামলার দায় স্বীকার করে নিয়েছে টিআরএফ জঙ্গি সংগঠন।

New conspiracy of terrorists in Jammu and Kashmir, targeting 200 innocent

সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাখ-মোমিন এলাকায় হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। পরপর গুলি চালানোর ফলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় ছোটা প্রসাদ এবং গোবিন্দ নামে ওই দুই পরিযায়ী শ্রমিক। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি।


Sayan Das

সম্পর্কিত খবর