বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশ জুড়ে উত্তপ্রদেশের (Uttarpradesh) ঘটনা নিয়ে নিন্দায় সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি সরকারের উপর তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul gandhi)। এই ঘটনার উপর রাজনৈতিক রং চড়িয়ে, উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিন্দার বাণে বিঁধলেন।
উত্তরপ্রদেশ থেকে লাগাতার গণধর্ষণের মামলা সামনে আসছে। সম্প্রতি হাথরস কান্ডে মৃত তরুণীর চিতার আগুন নিভতে না নিভতেই বলরামপুর থেকে আর একটি গণধর্ষণের মামলা প্রকাশ্যে আসে। এক্ষেত্রে নির্যাতিতা বছর ২২ -এর যুবতীকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পথেই সে প্রাণ হারায়।
হাথরসের পর বলরামপুর
হাথরসের তরুণীকে নিয়ে যখন তোলপাড় গোটা দেশের মানুষজন, ঠিক সেই সময়ে বলরামপুরের এক বছর ২২ -এর যুবতীর উপর অমানুষিক অত্যাচার চালায় একদল পিশাচ। যুবতীকে নেশা দ্রব্যের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে, তাঁর উপর পাশবিক অত্যাচার চালানো হয়। সেইসঙ্গে তাঁর শরীরটাকে করা হয় ক্ষতবিক্ষত।
অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে বাড়ির সামনে ফেলেও দেওয়া হয়। কিন্তু চিকিৎসার সুযোগ দেয় না যুবতীর শরীর। বাঁচার আপ্রাণ চেষ্টা করলেও, হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারায় নির্যাতিতা যুবতী।
UP के जंगलराज में बेटियों पर ज़ुल्म और सरकार की सीनाज़ोरी जारी है।
कभी जीते-जी सम्मान नहीं दिया और अंतिम संस्कार की गरिमा भी छीन ली।
भाजपा का नारा ‘बेटी बचाओ’ नहीं, ‘तथ्य छुपाओ, सत्ता बचाओ’ है।#BalrampurHorror
— Rahul Gandhi (@RahulGandhi) October 1, 2020
যোগীকে তোপ রাহুলের
এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এক ট্যুইট বার্তায় যোগী সরকারকে কটাক্ষ করে লিখেছেন, ‘উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে। এই জঙ্গল রাজ্যে মেয়েদের উপর পাশবিক অত্যাচার এবং সরকারের জুলুমবাজি চলছে। কখনও দেখা যাচ্ছে জীবিত অবস্থায় সম্মান মিলছে না, আবার কোথাও সৎকারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির শ্লোগান ‘বেটি বাঁচাও নয়’, ‘সত্য ঘটনার আড়াল থেকে নিজের ক্ষমতা প্রদর্শন’।
রাহুলকে জবাব দেয় সাধারণ মানুষ
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর করা এই ট্যুইটের পাল্টা জবাব দেয় সাধারণ মানুষ। এক ট্যুইট ব্যবহারকারী কংগ্রেস শাসিত প্রদেশে মেয়েদের সম্মান নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে মেয়েরা কতটা সুরক্ষিত সে বিষয়েও প্রশ্ন তোলেন। অন্য এক ব্যক্তি বলে বসেন, রাজস্থান আপনার এলাকার মধ্যে পড়ে না? নাকি সেটা ভারতের অংশ নয়? রাজস্থানের দিকে কখনও ঘুরে তাকিয়েছেন?