বাংলাহান্ট ডেস্ক: চার বছর হয়ে গেল শ্রীদেবী (Sridevi) হারা বলিউড। বেঁচে থাকলে ৫৯ বছরে পা দিতেন তিনি। ইন্ডাস্ট্রির সর্বকালীন সবথেকে সুন্দরী, সফল অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন শ্রীদেবী। দক্ষিণী কন্যে হিন্দি ইন্ডাস্ট্রিতে শুধু পায়ের তলার জমি শক্ত করেননি, বিয়ে করে সংসারও পেতেছিলেন। ভরা সংসার ছিল তাঁর। কিন্তু মেয়েদের বলিউডে পা রাখার মুহূর্তটা আর দেখা হল না শ্রীদেবীর।
২০১৮ সালে দুবাইতে এক বিয়ে বাড়িতে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী, স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি। কে জানত সেই তাঁর শেষ যাওয়া? দেশে ফিরেছিল তাঁর মরদেহ। কান্নায় ভেঙে পড়েছিলেন বড় মেয়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তার পরপরই ছিল তাঁর বলিউডে ডেবিউ ছবির মুক্তি। মা দেখে যেতে পারেননি তা।
গতকাল ১৩ অগাস্ট ছিল শ্রীদেবীর ৫৯ তম জন্মবার্ষিকী। অভিনেত্রীর দুই মেয়েই মাকে স্মরণ করে কিছু পুরনো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন জাহ্নবী। সেখানে দেখা যাচ্ছে মেয়েকে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন শ্রীদেবী। ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মা। যত দিন যাচ্ছে তোমাকে আরো বেশি মিস করছি। চিরদিন ভালবেসে যাব তোমাকে।’
মায়ের সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন ছোট মেয়ে খুশি। প্রযোজক বনি কাপুরও কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন প্রয়াত স্ত্রীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে। শুভ জন্মদিন জানিয়েছেন নিজের ‘জান’কে।
জাহ্নবী বলিউডে আসুক এমনটা নাকি চাইতেন না শ্রীদেবী। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, জাহ্নবী তাঁকে বলেছিল যে সে অভিনয় করতে চায়। কিন্তু প্রথমে মেয়ের এই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি শ্রীদেবী। তবে এর জন্য বলিউডকে দোষ দেননি তিনি। তাঁর মতে, এই ইন্ডাস্ট্রি খারাপ নয়। তিনি এই ইন্ডাস্ট্রিরই ফসল। তবুও মায়ের মন তো! তাই মেয়েকে বিয়ে করে সুখী হতে দেখলেই বেশি খুশি হতেন শ্রীদেবী।
https://www.instagram.com/p/ChLp-9hPgLA/?igshid=YmMyMTA2M2Y=
তাই বলে নিজের মতামতটা মেয়ের ঘাড়ে চাপিয়েও দেননি তিনি। অভিনেত্রী বলেছিলেন, “মেয়ের খুশিটাই আমার কাছে আগে। অভিনেত্রী হিসাবে যদি ও ভাল কাজ করে তাহলে আমি একজন গর্বিত মা হব।” পরবর্তীকালে জাহ্নবীও শ্রীদেবীর এই আপত্তিটা নিয়ে মুখ খুলেছিলেন।
https://www.instagram.com/p/ChM3QbgMXSg/?igshid=YmMyMTA2M2Y=
মেয়ের অভিনয় নিয়ে ঠিক কেন আপত্তি করেছিলেন শ্রীদেবী? জাহ্নবী জানান, তাঁর মা ভাবতেন তিনি সহজেই মানুষকে বিশ্বাস করে নেন। বলিউডে কাজ করতে হলে সহ্যশক্তি অনেক বেশি হতে হয়। তাই বড় মেয়েকে নিয়ে চিন্তায় ছিলেন শ্রীদেবী। বরং ছোট মেয়ে খুশির বলিউড ডেবিউ নিয়ে নিশ্চিন্ত ছিলেন তিনি।