শুক্রে ছবি মুক্তি, মুম্বইয়ে গণপতি দর্শনে গিয়ে ভিড়ের মাঝে যা ঘটল… আতঙ্কিত জাহ্নবী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে মহারাষ্ট্রের সবথেকে বড় উৎসব, গণেশ পুজো। প্রতি বছরই কয়েকদিন ব্যাপী উৎসব হয় মুম্বই সহ সমগ্র মহারাষ্ট্রে। আমজনতার পাশাপাশি বলিউড তারকারাও মাতেন গণপতির আরাধনায়। আর মুম্বইয়ের নামী পুজোগুলির মধ্যে অন্যতম লালবাগচা রাজা। প্রতি বছর দর্শনার্থীদের ঢল নামে এই পুজো দেখতে। ভিড় করেন তারকারাও। কিন্তু বৃহস্পতিবার জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) গণপতি দর্শনে গিয়ে সম্মুখীন হলেন ভয়ঙ্কর পরিস্থিতির। ছবি মুক্তির আগে বড়সড় বিপদে পড়েন অভিনেত্রী।

লালবাগচা রাজার দর্শনে জাহ্নবী (Janhvi Kapoor) সিদ্ধার্থ

আগামীকাল ২৯ তারিখ মুক্তি পাচ্ছে জাহ্নবী (Janhvi Kapoor) এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘পরম সুন্দরী’। তার আগে এদিন অনস্ক্রিন জুটিতে মিলে গিয়েছিলেন লালবাগচা রাজার দর্শনে। জুতো ছাড়া খালি পায়ে গিয়েছিলেন তাঁরা কিন্তু মণ্ডপের ভেতরে ঢোকার আগেই বাধা পান তাঁরা। ভিড়ের চাপে কার্যত চিঁড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় হয় দুজনের।

Janhvi Kapoor landed in trouble while visiting lalbuagcha raja

পুলিশি ঘেরাটোপেও লাভ হয়নি: বিশেষ করে জাহ্নবী (Janhvi Kapoor) ভিড়ের চাপে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশি প্রহরাতেও ভিড় থেকে রেহাই পাননি তাঁরা। শেষমেষ সিদ্ধার্থই অভিনেত্রীকে আগলে নিয়ে পৌঁছান মণ্ডপের ভেতরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রায় কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে রয়েছেন জাহ্নবী (Janhvi Kapoor)। চোখেমুখে ভয় স্পষ্ট।

 আরও পড়ুন : নতুন রুট চালু হতে না হতেই গণ্ডগোল পুরনো লাইনে, সপ্তাহান্তে ভোগান্তিতে মেট্রো যাত্রীরা

মরাঠি স্টাইলে সাজেন অভিনেত্রী: এদিন মরাঠা রমণীর সাজে সেজেছিলেন জাহ্নবী (Janhvi Kapoor)। লাল শাড়ি, কপালে টিপ, নাকি মরাঠা স্টাইলে নথ পরেছিলেন তিনি। অন্যদিকে গোলাপি কুর্তায় দেখা গেল সিদ্ধার্থকে। তাঁদের দেখতেও প্রচুর মানুষ এদিন ভিড় করেছিলেন মণ্ডপে।

আরও পড়ুন : শাপে বর হয়েছে, দুর্যোগের জেরেই হৃষ্টপুষ্ট ইলিশ, জাল ভর্তি করে উঠল আড়াই কেজি ওজনের রূপোলি শষ্য!

ছবি মুক্তির আগে বিভিন্ন ধর্মীয় স্থানে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে জাহ্নবী সিদ্ধার্থকে। সম্প্রতি শিরডি সাঁইবাবার দর্শনে গিয়েছিলেন দুজনে। সেখানে পুজো দেন তাঁরা। আর এবার লালবাগচা রাজার দর্শন সেরেও আশীর্বাদ নিলেন দুজনে।