‘ভাল হয়েছে তোমার মা শ্রীদেবী এখনও এসব দেখার জন‍্য বেঁচে নেই’, তীব্র ট্রোল নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) পা দেওয়ার শুরু থেকেই ট্রোলের (troll) শিকার হয়ে চলেছেন জাহ্নবী কাপুর (janhvi kapoor)। অভিষেক ছবি নিয়ে তো বটেই, নিজের অভিনয় দক্ষতা এমনকি সিনেমায় আসার আগের ঘটনা নিয়েও সমালোচিত হন জাহ্নবী। এবার সেই ট্রোল নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে জাহ্নবী বলেন দু বছর আগে ‘ধড়ক’ ছবির মাধ‍্যমে অভিষেক করার সময় থেকেই ট্রোল হয়ে চলেছেন তিনি। তাঁর কথায়, “এই বিষয়ে আমি নিজেকে কষ্ট পেতে দিই না। আমার প্রথম ছবি মুক্তি পেতে এমন কমেন্টও এসেছিল ‘ভাল হয়েছে তোমার মা এখনও এসব দেখার জন‍্য বেঁচে নেই’। কিন্তু আমি নিজেকে কষ্ট পেতে দিই না এসব ট্রোলের জন‍্য। বরং আমি এই সমালোচনাগুলিকে নিজেকে আরও ভাল করে তোলার জন‍্য ব‍্যবহার করি। আমি মনে করব সবকিছুই ঠিক আছে ও নিজেকে আরও ভাল করে তুলতে চেষ্টা করব।”


জাহ্নবীর প্রথম ছবি মুক্তির মাত্র কয়েক মাস আগেই তাঁর মা শ্রীদেবীর মৃত‍্যু হয়। মেয়ের ছবি দেখে যেতে না পারলেও পরিচালক করন জোহর তাঁকে জাহ্নবীর অভিনয়ের কিছু ঝলক আগেই দেখিয়েছিলেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’। ছবি নিয়ে ইতিমধ‍্যেই বিতর্ক সৃষ্টি হলেও ফিল্ম সমালোচকদের একাংশ জাহ্নবীর অভিনয়ের প্রশংসাও করেছেন। অভিনেত্রী জানান, কয়েকটি রিভিউ পড়ে তাঁর চোখে জল এসে গিয়েছিল। দর্শকদের প্রশংসাই তাঁর কাছে সবথেকে বড় পুরস্কার। তিনি আরও বলেন, শ্রীদেবী বেঁচে থাকলে সকলকে ভাল রিভিউই দিতেন। এখন বাবা বনি কাপুর সেই দায়িত্ব নিয়েছেন বলে জানান জাহ্নবী।


প্রসঙ্গত, কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে করন জোহর প্রযোজিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’। ‘অযৌক্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি’তে দেখানো হয়েছে ভারতীয় বায়ুসেনাকে, ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ এর বিরুদ্ধে এমনই অভিযোগ এনে সেন্সর বোর্ডে চিঠি দেওয়া হয়েছে IAF এর তরফে।

এবার আরও এক গুরুতর অভিযোগ করেছেন আরেক ফ্লাইট লেফটেন‍্যান্ট শ্রীবিদ‍্যা রঞ্জন। তিনি গুঞ্জন সাক্সেনার সঙ্গে উধমপুরে ভারতীয় বায়ুসেনার বেসে একসঙ্গে প্রশিক্ষণ নিতেন। শ্রীবিদ‍্যার দাবি, গুঞ্জন নন, তিনিই প্রথম মহিলা যিনি ভারতীয় বায়ুসেনার তরফে কার্গিল গিয়েছিলেন।

তাঁর এই অভিযোগের ভিত্তিতেই করনকে পাল্টা তোপ দেগেছেন কঙ্গনা রানাওয়াত। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি করন জোহরকে।

X