সামনে এগোনোর বদলে গতি বাড়িয়ে পিছনে ছুটল জনশতাব্দী এক্সপ্রেস! ভাইরাল ভিডিও দেখে বুক কাঁপল নেটজনতার

বংলাহান্ট ডেস্কঃ অনেক সময় এমন অনেক ভাইরাল ভিডিও (viral video) দেখা যায় স্যোশাল মিডিয়ায়, যা দেখে মানুষের হার্ট বিট বন্ধ হওয়ার জোগাড় হয়। আনন্দের মুহূর্ত যেমন ভাইরাল হয়, তেমনই অনেক সময় কিছু ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমন এক বুক কাঁপানো ভিডিও ভাইরাল হল, যা দেখে এবার ট্রেনে উঠতেই ভয় পেয়ে যাচ্ছে নেটনাগরিকরা। আমরা সাধারণত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দেখেছি সাধারোণ ৯ বগি বা ১২ বগির ট্রেনের থেকে বেশ বড়, লম্বা একটা ট্রেন। যা ট্রেনটিকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে একটি শক্তিশালী ইঞ্জিন।

   

কিন্তু একবার ভাবুন যদি সামনের দিকে যাওয়ার বদলে ট্রেনটা হঠাত পেছনের দিকে যেতে শুরু করে, তাহলে কেমন হবে? ভয়ে গা শিউরে উঠছে তাই তো? আগে দেখে নিন সেই শিহরণ জাগানো ভাইরাল ভিডিও-

https://www.youtube.com/watch?v=4x6T3wfhqzM

ঘটনাটি ঘটেছিল উত্তরাখণ্ডে। যান্ত্রিক গোলযোগের কারণে আচমকাই পেছনের দিকে চলতে শুরু করে জনশতাব্দী এক্সপ্রেস (jan shatabdi express)। তবে খালি ট্রেন কিন্তু নয়, তাতে জনা ৭০ যাত্রী ছিল বলেও জানা গিয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হয় নি বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, খতিমা-তনাকপুর লাইনের উপর দিয়ে যখন জনশতাব্দী এক্সপ্রেস যাচ্ছিল, তখন আচমকাই লাইনে গবাদি পশু এসে পড়ায় সজোরে ব্রেক কষেন লোকো পাইলট। যার ফলে কোন ক্ষতি না হলেও, ট্রেনটি পেছনের দিকে সরতে থাকে। এইভাবে গতি বাড়িয়ে উল্টো দিকেই ছুটতে থাকে ট্রেন। কিছুটা যাওয়ার পর থেমেও যায়, তবে লাইনচ্যুত বা বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

পরবর্তীতে লোকো পাইলট এবং গার্ডকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও খবর। চক্রপুরে ট্রেনের যাত্রীদের নামিয়ে বাসে করে তাদের গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া হয়। এই বিরল এবং কায়ে কাঁটা দেওয়া ঘটনার দৃশ্য স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে ভয়ে গা শিউরে ওঠে নেটিজনদের।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর