বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করোনা ভাইরাসের (Corona Virus) বিরুদ্ধে লড়াইকে সফল বানানোর জন্য আজ রবিবার জনতা কার্ফু (Janata Curfew) এর অংশ হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করেন।
Delhi: Maharana Pratap inter-state bus terminal at Kashmere Gate wears a deserted look as #JantaCurfew is being observed till 9pm today. pic.twitter.com/vgLVywCtYX
— ANI (@ANI) March 22, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাইরাস ছড়ানোর থেকে আটকানোর জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে রবিবার সকাল পাঁচটা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু পালন করার আবেদন করেন।
#JantaCurfew being observed today as positive Coronavirus cases in the country stand at 315; Visuals from West Bengal's Kolkata pic.twitter.com/YQP9ojGq8H
— ANI (@ANI) March 22, 2020
প্রধানমন্ত্রী মোদীর এই আবেদনকে গোটা দেশ সমর্থন জানাচ্ছে। দেশের রাস্তা খালি, চৌরাস্তা খালি। আমরা আপনাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গার ছবি দেখাচ্ছি।
Maharashtra: Deserted roads in Nagpur following commencement of #JantaCurfew from 7 am today. Prime Minister Narendra Modi had appealed for the self-imposed curfew in his address to the nation on 19th March. #COVID19 pic.twitter.com/0gDMsyAXar
— ANI (@ANI) March 22, 2020
কখনো না ঘুমানো শহর আর কখনো না থেমে থাকা মহনগরি মুম্বাইয়ের রাস্তা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুর আবেদনের পর খালি দেখা গেল।
जम्मू-कश्मीर: जनता कर्फ्यू के दौरान डोडा में सड़कें खाली नज़र आईं। इस दौरान जनता कर्फ्यू को सफल बनाने के लिए जम्मू-कश्मीर पुलिस ने लोगों से अपने घरों में ही रहने की अपील की। #JantaCurfew pic.twitter.com/efPGeZBKPn
— ANI_HindiNews (@AHindinews) March 22, 2020
মধ্যপ্রদেশের রতলামে সব রাস্তা ফাঁকা। জম্মু কাশ্মীরে জনতা কার্ফুর আবেদনে ডোডা সড়ক খালি দেখা গেল।
Meghalaya's Shillong observes #JantaCurfew in order to control the spread of #COVID19. pic.twitter.com/6YjRc4ybZS
— ANI (@ANI) March 22, 2020
জম্মু কাশ্মীর পুলিশও জনতা কার্ফুকে সফল বানাতে সবাইকে বাড়িতে থাকার আবেদন করেন। মেঘালয়ের শিলংয়েও জনতা কার্ফুর জন্য সব রাস্তা ফাঁকা।