জাপান রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতায় রাজি

বাংলাহান্ট ডেস্ক: জাপান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে মধ্যস্থতায় রাজি হয়েছে। বিদেশমন্ত্রী আব্দুল মোমেন ঢাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন।

images 51

জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো এই মুহূর্তে ঢাকা সফরে এসেছেন। তারো কোনো এদিন বিদেশমন্ত্রীকে জানান জাপান চায়না রোহিঙ্গা সংকট চলতে থাকুক। জাপানের বিদেশমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাবও দেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন জানান, বাংলাদেশ সরকার জাপানের এই প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বসবাস করে। বাংলাদেশ বার বার সেই রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেননি। রোহিঙ্গারা মায়ানমারের ফিরে যাওয়ার সাথে সাথে তাদের নিরাপত্তা ও চাইছেন। কিন্তু পর্যবেক্ষকরা জানাচ্ছেন, মায়ানমার সরকার রাখাইন প্রদেশ রোহিঙ্গাদের নিরাপত্তার দিকটা এখনো সুরক্ষিত করতে পারেননি।

সম্পর্কিত খবর