নিলাম চলাকালীন রহস্যজনক টুইট বুমরার, সোশ্যাল মিডিয়ায় উঠলো আলোচনার ঝড়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শনিবার বেঙ্গালুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২২ মেগা নিলামের প্রথম দিনে একটি রহস্যময় টুইট পোস্ট করার পরে ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার যশপ্রীত বুমরা ক্রিকেট ভক্তদের চিন্তায় ফেলে রেখেছিলেন। বুমরাহ টুইটারে একটি টুইট শেয়ার করেছেন যাতে শুধুমাত্র ইমোজি রয়েছে: একটি হাসির ইমোজি এবং একটি মাথায় হাত দেওয়া ইমোজি।

মেগা নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার সুযোগ যখন ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে তখন মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাকে ধরে রেখেছিল। তারকা ভারতীয় পেস বোলারকে ১২ কোটি টাকা পারিশ্রমিক দিয়ে ধরে রাখা হয়েছিল। বুমরা তার সংক্ষিপ্ত টুইটটিতে যা বোঝায় তা বোঝানোর চেষ্টা করেছিলেন ভক্তরা। বুমরার টুইটটি নীচে তুলে ধরা হলো-

অনেকেই মনে করছেন বেশ কিছু প্লেয়ারের নিজের যোগ্যতার চেয়ে বেশি দাম পাওয়া নিয়ে সরব হয়েছেন বুমরা। তবে সরাসরি কিছু না বলে এইভাবে টুইট করে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন তারকা পেসার। অনেক ভক্তই আবার বলেছেন যে কম যোগ্যতা সম্পন্ন ক্রিকেটাররাই যা দাম পাচ্ছেন তাতে বুমরা নিলামে থাকলে ২০ কোটির ওপর দাম পেতেন।

এদিকে, শনিবার ভারতীয় ব্যাটার ঈশান কিষানকে নিলামের প্রথম দিনে মুম্বাই ইন্ডিয়ানস ১৫.২৫ কোটি টাকায় কিনেছে। পাঁচবারের চ্যাম্পিয়নদের দলে আসার প্রক্রিয়ায় কিষাণ চলতি আইপিএল নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছে। গত বছর, চলতি আইপিএল নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স ঈশানকে আইপিএল নিলামের জন্য ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারাই ফের তারকা ক্রিকেটারকে দলে নিলেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর