বলিউড সংগীতকার জাভেদ আখতার আদমি পার্টির নেতা তাহির হোসেনকে নিয়ে মন্তব্য করায় বিতর্কে পড়েন।তিনি বলেন তাহির হোয়ার কারনেই হয়তো তাকে এই বিপদে পড়তে হয়েছে। কিন্তু সেই নিয়ে আবার নেটিজেনদের তীব্র নিন্দার শিকার হতে হয় তাকে। অপরাধীকে আড়াল করছেন বলে মত নেটিজেনদের । প্রসঙ্গত আম আদমি পার্টির নেতা তাহির হোসেনকে নিয়ে হৈ হৈ রব পরে গেছে ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হিংসা উপদ্রুত খাজুরি খাস এলাকায় আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ির ছাদে সার দিয়ে রাখা রয়েছে পেট্রল বোমা। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।তাহির বলেছেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। নোংরা সাম্প্রদায়িক রাজনীতির খেলা খেলছে কিছু লোক। উন্মত্ত জনতা আমার বাড়ি-অফিস ঘিরে ফেলে।খবর দেওয়ার অনেক পরে পুলিশ এসে পৌঁছয়। তারা এসে বাড়ি থেকে আমাকে এবং আমার পরিবারকে বের করে নিয়ে যায়। তারপর বাড়ি বন্ধ করে দেয়। আমি পুলিশকে বলেছিলাম, বাড়ি যেন ফাঁকা না রাখে তারা। একবার পুলিশ সরে গেলেই দাঙ্গাবাজরা বাড়ি দখল করে নিতে পারে। আমার আশঙ্কাই সত্যি হল” । এদিন জাভেদ আখতার টুইট করেন, “কত লোক মারা গিয়েছে, কত জন আহত হয়েছে, কত বাড়ি জ্বলেছে, কত দোকানে লুট চালানো হয়েছে, কত লোক ভীত-সন্ত্রস্ত, কিন্তু পুলিশ শুধু এক জনের বাড়িতে হানা দিয়েই সিল করেছে
এবং গৃহকর্তাকে খুঁজছে। ঘটনাচক্রে তাঁর নামটি তাহির। দিল্লি পুলিশের এমন দক্ষতাকে সাধুবাদ জানাতে হয়।”বৃহস্পতিবারই একটি ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আপ নেতা, কিন্তু তাতেও সমস্যার সুরাহা মেলেনি। এদিকে দিল্লির উত্তর-পূর্বে চলতে থাকা হিংসার বলি হয়েছেন এখনও পর্যন্ত ৪৩ জন নাগরিক। সব মিলিয়ে এখন পরিস্থিতি তুঙ্গে। আর সেই মামলা আর কতুদূর গরাবে এখন সেটাই দেখার। আশা করা হছহে আর এই মামলা জলদি মিটাবে প্রশাস