বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চালাচ্ছে কেন্দ্র সরকার। মিশন গঙ্গার অধীনে এখনও অবধি নিরাপদে দেশে ফিরেছেন কয়েক হাজার ভারতীয়। এবার মোদী সরকারের এই উদ্যোগের প্রশংসা করতে দেখা গেল বলিউডের প্রবীণ গীতিকার জাভেদ আখতারকে। তিনি প্রায়শই নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই সোচ্চার হলেও এবার মুক্ত কন্ঠে মজলেন প্রশংসাতেই।
পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সরকারের এই প্রচেষ্টাকে প্রশংসা করে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি নিশ্চিত যে সরকার আমাদের সন্তানদের নিরাপদেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই ব্যাপারে আমার এতবিন্দুও সন্দেহ নেই যে সরকার সব বাচ্চাদের দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং তাতে সফলও হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আজও শুনেছি যে ওখান থেকে ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার জন্য একটি বিশেষ নিরাপদ করিডর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জাতীয় বিষয়গুলি জাতীয় উদ্বেগেরই বিষয়। আসল কথাটি হল, শেষ অবধি কেউই যুদ্ধে জিততে পারে না। এতে সবাইই হেরে যায়। দুপক্ষের মানুষই মারা যাচ্ছে। এই যুদ্ধ যেন আর কিছুতেই না হয়।’
এখনও অবধি জানা যাচ্ছে যে গত ২৪ ঘন্টায় ইউক্রেন থেকে ১৮টি বিমান পৌঁছেছে ভারতে। এই বিমানের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে প্রায় সাড়ে চার হাজার ভারতীয়কে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন এখনও অবধি মোট ৪৮টি বিমানে ১০ হাজার ৩৪৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে দেশে। পুরো বিষয়টির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।