বাংলাহান্ট ডেস্ক: আগামী ১৭ মে দেশব্যাপী তৃতীয় দফার লকডাউনের শেষ দিন। তার আগে গত ১২মে লকডাউনের পরবর্তী কর্মসূচী, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরবর্তী লকডাউনের ধরনধারনের একটা আভাসের সঙ্গে এদিন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সব স্তরের মানুষদের জন্য ২০ লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষনা করেন তিনি।
মোদীর এই ভাষনের পরেই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। মোদীর প্রস্তাবিত আর্থিক প্যাকেজ নিয়ে অনেকে প্রশংসা করলেও একাংশ কটাক্ষও করেছেন মোদীকে। এই তালিকায় রয়েছেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারও (javed akhtar)।
প্রধানমন্ত্রীর ভাষনের পর একটি টুইট করেন জাভেদ আখতার। মোদীকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ নিঃসন্দেহে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দারুন পদক্ষেপ। কিন্তু ৩৩ মিনিটের ভাষনে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু বলা হল না। অথচ তাদেরই বেঁচে থাকার জন্য সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন।’
The package of 20 lakh crores is definitely a moral boaster for the the nation but in a speech of 33 minutes not even a word about the plight of the millions of migrant workers who need immediate help for their bare survival . Not done .
— Javed Akhtar (@Javedakhtarjadu) May 13, 2020
জাভেদ আখতারের এই টুইটের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ রায় দিয়েছে বর্ষীয়ান গীতিকারের হয়ে। অপর পক্ষ তাঁর এই বক্তব্যের জন্য তীব্র সমালোচনা করেছে।
প্রসঙ্গত, এর আগে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় একপ্রস্থ নিন্দার মুখে পড়তে হয়েছিল জাভেদ আখতারকে। অতি সম্প্রতি মাইকে আজান দেওয়ার প্রতিবাদে নিজের মতামত ব্যক্ত করেন জাভেদ আখতার। টুইটে তিনি লেখেন, ‘ভারতে প্রায় ৫০ বছর ধরে মাইকে আজান বাজানোকে হারাম মানা হত। তারপর তা হালাল হয়ে যায় এবং তা এতটাই যে এর কোনও সীমা রইল না। আজান ভাল কিন্তু মাইকে সেটা করা অন্যদের পক্ষে অসুবিধার কারন হতে পারে।’ এরপরেই একাংশ তুমুল সমালোচনা শুরু করে গীতিকারের।