বোরিয়া মজুমদারের সাথে আলাপচারিতায় সৌরভের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কবিতা পাঠ জাভেদ আখতারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুমাস আগেই ঋদ্ধিমান সাহার সঙ্গে জড়িত বিতর্ক নিয়ে শাস্তি পেয়েছিলেন বোরিয়া মজুমদার। ঋদ্ধিমান সাহা তাকে সাক্ষাৎকার দিতে রাজি না হওয়ায় তিনি বঙ্গ উইকেট রক্ষককে পরোক্ষভাবে একটি হুমকি দেন। ঋদ্ধিমান সাহাসোশ্যাল মিডিয়ায় তাদের বার্তালাপের স্ক্রিনশট শেয়ার করে বিচার চেয়ে ছিলেন। প্রথমে ঋদ্ধিমান বোরিয়া মজুমদারের নাম প্রকাশ করেননি। কিন্তু ব্যক্তিগত স্তরে ক্ষমা না চাওয়া ঋদ্ধিমান বিসিসিআইকে যাবতীয় বিষয় নিয়ে অভিযোগ জানান।

ফলস্বরূপ বিসিসিআই বোরিয়া মজুমদার কে যাবতীয় ক্রিকেট সংক্রান্ত স্থান থেকে নিষিদ্ধ ঘোষণা করে। যদিও তাতে থেমে নেই বোরিয়া মজুমদার। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সৌরভের জন্মদিন উপলক্ষে তিনি বেশ কয়েকজন বিশিষ্ট জনের সাক্ষাৎকার নিয়েছেন যার মধ্যে অন্যতম হলেন স্বনামধন্য জাভেদ আখতার।

জাভেদ আখতারকে দিয়ে তিনি সৌরভের ৫০ তম জন্মদিনের বিশেষ মুহূর্তে একটি কবিতা লিখিয়েছেন বোরিয়া। বোরিয়া মজুমদার এর সঙ্গে সামান্য কিছুক্ষণের আলাপচারিতায় এই কবিতাটি নিজের মুখে পাঠ করে শুনিয়েছেন তিনি। বোরিয়া মজুমদার কথা দিয়েছেন যে কবিতাটি প্রেম করে সৌরভ কে উপহার দেওয়া হবে। টুইট করে সেই কবিতাটি সকলের সামনে তুলে ধরেছেন বোরিয়া।

প্রসঙ্গত এই মুহূর্তে লন্ডনে রয়েছেন জাভেদ আখতার। উইম্বলডনের মজা উপভোগ করছেন তিনি। কবিতাটি শোনান এর আগে তিনি বরিয়া মজুমদার এর একাধিক প্রশংসা করেন। বিতর্ক বিতর্ক ধুয়ে দেওয়ার চেষ্টা? হয়তো বা…


Reetabrata Deb

সম্পর্কিত খবর