‘পিকচার আভি বাকি হ্যায়’… মুক্তির এক বছর পরেও দাপট অব্যাহত, ভারতের পর এই দেশে মুক্তি পেল ‘জওয়ান’

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan)। মুক্তির পর থেকেই ঝোড়ো ব্যাটিং করে ছবিটি যা ব্যবসা করেছিল বক্স অফিসে, তা কিং খানের এতদিনের ফিল্মি কেরিয়ারে ছিল রেকর্ড। দীর্ঘ বিরতি শেষে কামব্যাকের পর্বে দ্বিতীয় ছবি ছিল জওয়ান (Jawan)। আর এই ছবিই মোড় ঘুরিয়ে দেয় শাহরুখের দ্বিতীয় ইনিংসে। তবে যদি ভেবে থাকেন জওয়ানের দাপট শেষ হয়ে গিয়েছে, তবে ভুল ভাবছেন।

জাপানে মুক্তি পেল জওয়ান (Jawan)

ভারতে ব্যবসার পাট চোকালেও এবার বিদেশে ঝড় তুলছে জওয়ান (Jawan)। সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখের ছবিটি। সেখানেও দর্শক মহলে ভালোই ছাপ ফেলতে শুরু করেছে এই ছবি। প্রথম থেকেই যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে জাপানের বক্স অফিসে আরো বাড়বে আয়ের অঙ্ক।

Jawan film recently released in japan

টুইটে কী লিখলেন শাহরুখ: জাপানে ছবি মুক্তির বিষয়ে একটি টুইট করেছেন শাহরুখ। লিখেছেন, ‘জওয়ানের জন্য জাপানে যে পরিমাণ ভালোবাসা আপনারা দিচ্ছেন সে বিষয়ে আমি পড়েছি। সকলকে ধন্যবাদ, আশা করি আপনাদের সুন্দর দেশে এই ছবি আপনারা উপভোগ করবেন। ভারত থেকে সারা বিশ্বের জন্য এই ছবি আমরা তৈরি করেছি আর সব জায়গায় এটা উপভোগ করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলের জন্য যারা জাপানে ছবিটি দেখেছেন’।

আরো পড়ুন: ঘুরে গেল খেলা! এবারে ভয়ে অস্থির “বেপরোয়া” বাংলাদেশ, নিয়ে ফেলল বিরাট সিদ্ধান্ত

কত টিকিট বিক্রি হল: প্রসঙ্গত, জাপানে ২৯ শে নভেম্বর মুক্তি পেয়েছে জওয়ান (Jawan)। জুলাই মাসে ছবির আগাম বুকিং শুরু হয়েছিল। জানা যাচ্ছে, মুক্তির দিনে ১৯৬০ টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির। এই নিরিখে জাপানে পঞ্চম স্থানে রয়েছে জওয়ান (Jawan)।

আরো পড়ুন: বাংলাদেশের জেল থেকে হাওয়া ৭০০ আসামি! রয়েছে ৭০ জন জঙ্গি, মুখে কুলুপ ইউনূস সরকারের

ভারতে ছবিটি মুক্তি পাওয়ার পর কার্যত ঝড় তুলেছিল বক্স অফিসে। ভারতীয় বক্স অফিসে ৭৬১.৯৮ কোটি টাকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩৮৬.৩৪ কোটি টাকা আয় করে জওয়ান। সব মিলিয়ে জওয়ানের বর্তমান আয় ১১৪৮.৩২ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর