জঙ্গিদের বিরুদ্ধে সেনার অভিযানে শহীদ হলেন তিন ভারতীয় জওয়ান! নিকেশ দুই জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সেনার অ্যাকশন জারি। উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার কেরন সেক্টরে LOC এর পাশে চলা অপারেশনে সেনার তিন জওয়ান শহীদ হয়েছে। অপারেশনে সেনার দুই আর BSF এর এক জওয়ান শহীদ হয়েছেন। এর আগে সেনা জওয়ানরা এলওসিতে জঙ্গিদের অনুপ্রবেশ করার প্রচেষ্টা ব্যর্থ করে দুই জঙ্গিকে নিকেশ করে।

উল্লেখ্য, শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা চলছিল। সেনা খবর পেতেই অভিযান শুরু করে দেয়। এই অভিযানে দুই অনুপ্রবেশকারী নিকেশ হয়। সেনা তল্লাশিতে দুই জঙ্গির দেহ উদ্ধার করে। কিন্তু এই অভিযানে সেনার দুই আর BSF এর এক জওয়ান শহীদ হন। এর সাথে সাথে সেনার এক জওয়ান আহত হন।

সেনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বিশেষ কম্যান্ডোর সহায়তা নিয়েছিল, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এখনও একটি বড় অভিযান চলছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর