বাংলা হান্ট ডেস্ক: ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে উত্তাল রাজ্য। লোকসভা নির্বাচনের প্রচারে মেদিনীপুরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কনভয় এর সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেয় একদল মানুষ, সেই ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন তিনি। আটক করা হয়েছিল তিন জনকে। মুখ্যমন্ত্রী দাবি করেন তার উদ্দেশ্যে নাকি গালাগালি দেওয়া হয়।
৩০ শে মে নৈহাটিতে ধরনায় অংশ নিতে যাওয়ার পথে পুনরাবৃত্তি হয় সেই ঘটনার। ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে একদল মানুষ মুখ্যমন্ত্রী নেমে পড়েন গাড়ি থেকে। পুলিশের বড় কর্তাদের নির্দেশ দেয়া হয় তাদের গ্রেফতার করার। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় ১০ জনকে গ্রেফতার করে জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা বলেন, “পশ্চিমবঙ্গ সরকার ‘জয় শ্রী রাম’কে নিষিদ্ধ করুক। আর নিষিদ্ধ না করে এভাবে যাকে তাকে যেখানে পাচ্ছে মারছে, গ্রেফতার করছে জগদ্দলে ১০ জনকে গ্রেফতার করেছে বীরভূমে বর্ধমান এ এই ধরনের ঘটনা ঘটেছে সরকার নিষিদ্ধ করে দিক, তাহলে তো ঝামেলা হবে না। তারপর যা হওয়ার আইনগতভাবে হবে মানুষ জানবে কি করে ‘জয় শ্রী রাম’ নিষিদ্ধ।”