৪৪ নয়, ৪৬ ও নয়, তাঁর আসল বয়স নিয়ে মুখ খুললেন জয়া আহসান

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে দুই বাংলারই অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী নিঃসন্দেহে জয়া আহসান। নিজের ছবিতে তাঁকে অভিনয় করানোর জন‍্য এখন রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছে পরিচালকদের মধ‍্যে। অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে শুরু। তারপর গঙ্গা-পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এখন টলিউডের অন‍্যতম সফল অভিনেত্রী জয়া।

images 4 22
কিন্তু সবথেকে বেশি গুঞ্জন শোনা যায় তাঁর বয়স নিয়ে। কোথাও তাঁর বয়স লেখা ৪৪ আবার কোথাও লেখা ৪৬। আসলে তাঁর বয়সটা কত? জানালেন জয়া নিজেই। তাঁর মতে, ৩৭ বছরের থেকে একদিনও বেশি নয় তাঁর বয়স।

images 5 12
এমনকি বিভিন্ন জায়গায় তাঁর পরিবার সম্বন্ধেও ভুল তথ‍্য দেওয়ার ব‍্যাপারে নিজের ক্ষোভ উগরে দেন জয়া আহসান। তিনি জানান, বিভিন্ন মাধ‍্যমে লেখা রয়েছে তাঁর আরও দুই বোন ও এক ভাই রয়েছে। কিন্তু আসলে তাঁরা দুই বোন এক ভাই। তাঁর বাড়ি গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় নয়। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা এ এস মাসউদ। এর আগেও এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে উদ্দেশ‍্যপ্রণোদিতভাবে ভুয়ো প্রচার না করার জন‍্য অনুরোধ করেন তিনি।

images 6 14
এই মুহূর্তে টলিউডে বেশ ব‍্যস্ত অভিনেত্রী জয়া। তাঁর ঝুলিতে রয়েছে দুটো নতুন ছবি ‘রবিবার’ ও ‘বিনি সুতো’। রবিবার ছবিতে প্রসেনজিৎ চ‍্যাটার্জির বিপরীতে দেখা যাবে তাঁকে। অপরদিকে পরিচালক অতনু ঘোষের বিনি সুতো ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন জয়া। শুধু তাই নয়, কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছবিতেও দেখা যাবে জয়া আহসানকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর