বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘মাথা গরম’ সদস্যদের মধ্যে একজন জয়া বচ্চন (Jaya Bachchan)। তাঁর যে কখন কীসে মেজাজ বিগড়ে যায় তা আগে থেকে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। অনুরাগী থেকে পাপারাৎজি, প্রায় সকলেই বদমেজাজের পরিচয় পেয়েছেন। এমনকি কয়েকবার হাতও চালিয়েছেন বচ্চন ঘরণী। স্ত্রীর মেজাজকে সমঝে চলেন অমিতাভ নিজেও।
অভিনয় জগতের মানুষ হলেও ক্যামেরা বিশেষ পছন্দ করেন না জয়া। কাজের বাইরে ক্যামেরার সামনে পোজ দেওয়া তাঁর কাছে বড়ই বিরক্তির বিষয়। তাই ক্যামেরা নিয়ে ভিড় করলেই জয়ার ধমক খেতে হয় ভক্ত বা ক্যামেরাম্যানদের। সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটে ভোপালের কালী বাড়ি মন্দিরে।
ছেলে অভিষেককে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জয়া। তিনি হাঁটছিলেন আগে আগে। পেছনে ছিলেন জুনিয়র বচ্চন। হঠাৎ করেই দুই তরুণী এসে অভিষেকের কাছে সেলফির আবদার করে। তাদের সঙ্গে ছবি তুলতেই অভিষেকের চারপাশে ঘিরে ধরেন আরো অনুরাগীরা।
এতেই মেজাজ হারান জয়া বচ্চন। ছবি তোলার ভিড়কে উদ্দেশ্য করে চিৎকার করে ওঠেন তিনি, “আপনারা তো অন্তত ছেড়ে দিন। লজ্জা করে না আপনাদের?” এরপরেই পেছনে কারোর দিকে তাকিয়ে ফের চিৎকার, “কী করছেনটা কী? লজ্জা করে না?” জয়ার রণমূর্তি দেখে নিমেষে ভিড় পাতলা।
https://twitter.com/GajjuChouhan91/status/1577653704433483776?t=Y6iJ8KCskuqPb0kdWrB-Cg&s=19
এমন রূপ বহুবার দেখিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে তাঁর রাগ বিখ্যাত। কিছুদিন আগেই রানি মুখার্জি, কাজলদের দূর্গাপুজোয় গিয়ে পাপারাৎজির সামনে মুখ বেজার করে দাঁড়িয়েছিলেন তিনি। ছবি তোলা মোটেই পছন্দ করেন না জয়া।
বাড়িতেও তাঁর ভাবমূর্তি একই রকম। সম্প্রতি অমিতাভ জয়ার নাতি নভ্যা নভেলি নন্দা জানান, পারলে অনেক মানু্ষকেই উচিত শিক্ষা দিয়ে দিতেন জয়া। পরিবারেও তাঁর মতামতের গুরত্ব অনেক। সকলেই মেনে চলেন জয়াকে।