বাংলা হান্ট ডেস্কঃ তেলেগু সিনেমার বিখ্যাত অভিনেতা জয়প্রকাশ রেড্ডি (Jaya Prakash Reddy) ৭৪ বছর বয়সে পরলোক গমন করলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার মৃত্যুতে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। জয়প্রকাশ ওনার কমেডির অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। উনি নিজের ক্যারিয়ার তেলেগু সিনেমা Brahmaputrudu থেকে শুরু করেছিলেন। জয়প্রকাশ রেড্ডি অনেকগুলো বিখ্যাত তেলেগু সিনেমায় দাগ ফেলে দেওয়ার মতো অভিনয় করেছিলেন। ওনার অভিনয় সর্বদাই দর্শকের মন কাড়ত।
Woke up to a terrible news. Rest in peace sir. #JayaprakashReddy pic.twitter.com/pjadwyFblI
— Sudheer Babu (@isudheerbabu) September 8, 2020
প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। উনি ট্যুইট করে লেখেন, ‘তেলেগু সিনেমা আর থিয়েটারে জয়প্রকাশ রেড্ডিকে একজন হিরো রুপেই দেখা হত। কয়েক দশক পর্যন্ত উনি তেলেগু সিনেমার দাগ কাটার মতো অভিনয় করেছেন। আমি ওনার পরিবার আর ওনার বন্ধুদের প্রতি সমবেদনা ব্যাক্ত করছি।” তবে শুধু চন্দ্রবাবু নাইডুই না, রাজ্যের সমস্ত রাজনৈতিক নেতাই ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Telugu cinema and theatre has lost a gem today with the demise of Jayaprakash Reddy Garu. His versatile performances over several decades have given us many a memorable cinematic moments. My heart goes out to his family and friends in this hour of grief. #JayaPrakashReddy pic.twitter.com/gOCfffmQjP
— N Chandrababu Naidu (@ncbn) September 8, 2020
আরেকদিকে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরাও ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।