বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কমিউনিস্ট পার্টির (CPI) নেতা তথা JNU এর ছাত্রসংঘের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারকে (Kanhaiya Kumar) বাঁদর বলায় মাটিহানি বিধানসভা এলাকার বর্তমান বিধায়ক তথা JDU এর প্রার্থী নরেন্দ্র প্রসাদ সিংকে (Narendra Singh) পুলিশ গ্রেফতার করেছে। আচরণবিধি লঙ্ঘনের মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে। এরপর চার ঘণ্টা বিধায়ক নরেন্দ্র প্রসাদ সিংকে হেফাজতে রেখে পরে জামিনে ছেড়ে দেয় পুলিশ।
যদিও গ্রেফতারীর পর ছাড়া পেয়ে নরেন্দ্র সিং নিজের উপর ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেন। উনি মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, গতকাল রাতে তিনি খবর পেয়েছিলেন যে, লোক জনশক্তি পার্টির প্রার্থীর গুন্ডারা ওনার সমর্থদের উপর চরাও হয়ে তাঁদের গালি-গালাজ করছে আর তাঁদের LJP ভোট দেওয়ানোর জন্য বাধ্য করছে।
উনি বলেন, আমি এই ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার সময় আমাকে জেলা প্রশাসন আটকে দেয়। উনি বলেন, আমাদের কাছে তিনটি গাড়ি ছিল, এই কারণে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে পুলিশ আমাকে গ্রেফতার করে।