বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে যেমন টলিউডে ছবি রিমেকের চল রয়েছে তেমনি হলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও বহু ছবি নতুন করে বানানো হয়েছে হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রির জন্য। এর জেরে বহুবার সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে ছবি নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীদের। এই তালিকায় নাম রয়েছে টলি অভিনেতা জিতেরও।
অভিনয় কেরিয়ারে একাধিক দক্ষিণী ছবির রিমেকে কাজ করেছেন জিৎ (jeet)। তার জন্য তুমুল ট্রোল হলেও বেশির ভাগ ছবিই হিট হয়েছে। দক্ষিণী বা হলিউড ছবির সঙ্গে কিছুটা মিল থাকা খুব একটা অসম্ভব কিছু না। কিন্তু একেবারে হুবহু নকল! এমন কাণ্ডই দেখা গিয়েছে জিতের নতুন ছবি ‘বাজি’র ট্রেলারে। তেলুগু ছবি ‘নান্নাকু প্রেমাথু’র রিমেক এই ছবি।
২০১৬ তে মুক্তি পেয়েছিল জুনিয়র এনটিআর এবং রকুল প্রীত সিং অভিনীত নান্নাকু প্রেমাথু। ৩০ দিনের মধ্যে বাবার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তার জন্য ভিলেনের মেয়ের সঙ্গেই প্রেমের নাটক করে নায়ক। আর তারপর থেকেই ঘুরতে থাকে খেলা। এটাই হল ছবির চিত্রনাট্য। বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল ছবিটি।
জুনিয়র এনটিআর ও রকুলের দক্ষিণী ছবিকে বাঙালি মালমশলা মিশিয়ে পরিবেশন করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। ছবির কাহিনি একই রয়েছে। এখানে জিতের নাম আদিত্য মুখার্জি এবং ভিলেনের মেয়ে কায়রার চরিত্রের অভিনয় করছেন মিমি চক্রবর্তী। জিতের বাবা হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং খলনায়কের ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। একেবারে মেইনস্ট্রিম ঘরানার ছবি হতে চলেছে বাজি।
গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু করতে লন্ডন পাড়ি দিয়েছিলেন জিৎ মিমি। সে সময় করোনার চোখরাঙানি তেমন ছিল না। পরিস্থিতি বদলাতে শুরু করে তার এক মাস পর থেকেই। লকডাউন শুরু হওয়ায় দ্রুত শুটিং মাঝপথে বন্ধ করে দেশে ফেরে বাজির টিম। তারপর লকডাউন একটু শিথিল হতে গত বছরের শেষের দিকে ফের লন্ডন গিয়েছিলেন জিৎ মিমি। সে সময়েই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। অবশেষে করোনা কাঁটা সরিয়ে চলতি বছরের পুজোতেই ১০ অক্টোবর মুক্তির আলো দেখতে চলেছে বাজি।