তারা মা ও জন্মদাত্রী মায়ের ইচ্ছা, প্রথম শ‍্যামাসঙ্গীত গাইলেন জিৎ গঙ্গোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: এ বছরের কালীপুজো সঙ্গীত প্রেমীদের জন‍্য একের পর এক চমক নিয়ে আসছে। প্রথমে নচিকেতা চক্রবর্তী আর এবার জিৎ গঙ্গোপাধ‍্যায়ের (jeet ganguli) কণ্ঠেও শোনা গেল প্রথম শ‍্যামাসঙ্গীত, ‘তারা তুই’। মায়ের নির্দেশে মাত্র এক ঘন্টায় তৈরি হল গান। গাইলেন জিৎ। এবার পালা শ্রোতাদের মুগ্ধ হওয়ার।

আদ‍্যোপান্ত বাঙালি জিতের খ‍্যাতি এখন আর শুধু টলিউডে সীমাবদ্ধ নেই। বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গীত জগতেও খ‍্যাতনামা নাম জিৎ গঙ্গোপাধ‍্যায়। একসে বড় কর এক সুপারহিট ছবির গান পরিচালনা করেছেন তিনি। ‘হামারি অধুরি কাহানি’তে তাঁর দেওয়া সুরে যেমন মানুষকে কাঁদায় তেমনি এই জিতই কিন্তু গেয়েছেন ‘পরান যায় জ্বলিয়া রে’। আক্ষরিক অর্থেই বহুমুখী প্রতিভা তাঁর।

IMG 20211103 154259
কিন্তু এত ধরনের হিট গান বানিয়েছেন জিৎ, গেয়েওছেন। কিন্তু তার মধ‍্যে একটাও শ‍্যামাসঙ্গীত নেই। সেই আক্ষেপ থেকেই এবার ছেলেকে তাড়া লাগান মা। প্রতি বছরই নাকি সুরকারের মা বলেন, এত গান তিনি গেয়েছেন। কিন্তু একটাও শ‍্যামাসঙ্গীত গাননি। ছেলের করছি করব করে আর করাই হয়নি। তাই এবার কালীপুজোর আগে মা আদেশ দিলেন গাইতেই হবে শ‍্যামাসঙ্গীত। জননীর আদেশ শিরোধার্য।

IMG 20211103 154328
স্ত্রী চন্দ্রাণীর সঙ্গে বসে তৈরি করে ফেললেন গান।এর আগে জিতের অনেক গানেরই কথা চন্দ্রানী লিখেছেন। শ‍্যামাসঙ্গীতেরও কথা তাঁরই লেখা। সুর এবং কণ্ঠ জিতের‌। সংবাদ মাধ‍্যমকে সুরকার জানান, সাধারনত তিনি আর চন্দ্রানী একত্রে গান তৈরি করতে বসলে লড়াই বাঁধবেই। এবারে জিতের মা বলে দিয়েছিলেন, লড়াই হোক আর যাই হোক গান তাঁর চাই।

তা সে গান হয়েছে। নতুন প্রজন্মের রুচির সঙ্গে মানিয়ে মিউজিক ভিডিও তৈরি করেছেন জিৎ। শ‍্যামাসঙ্গীতেও বেজেছে গিটার, ড্রাম। জিতের কথায়, কোনো গানের সঙ্গে একাত্ম না হতে পারলে মাইকের সামনে যান না তিনি। এই গানটি তৈরির সময়েই তিনি ঠিক করে ফেলেছিলেন নিজেই গাইবেন। গেয়েওছেন ভক্তি দিয়ে।

মিউজিক ভিডিওর প্রযোজনা করেছে এসভিএফ। শেষমেষ মায়ের নির্দেশেই প্রথম শ‍্যামাসঙ্গীত গাইলেন জিৎ। তবে শুধুই কি জন্মদাত্রী মায়ের ইচ্ছায়? সুরকারের বক্তব‍্য, মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। তারা মা চেয়েছেন বলেই কিনা তাঁর গান তৈরি হল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর