বাংলাহান্ট ডেস্ক : শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেতা জিৎ (Jeet)। বিগত বেশ কিছুদিন ধরেই আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবির শুটিং করতে গিয়েই বিপত্তি। গত পরশু ঘটে ঘটনাটি। হাতে গুরুতর চোট পান জিৎ (Jeet)। আপাতত তাই বন্ধ রাখা হয়েছে শুটিং।
শুটিং করতে গিয়ে চোট পেলেন জিৎ (Jeet)
ছবির পরিচালক পথিকৃৎ বসুও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। ভরপুর অ্যাকশনে ভর্তি ছবিটিতে জিতের চরিত্রের নাম অনন্ত সিংহ। পূরোদমেই চলছিল ছবির শুটিং। চরিত্রটিতে নিজের সম্পূর্ণটা দিয়েই শুটিং করছিলেন জিৎ। তবে এর মাঝেই ঘটে গেল বড়সড় বিপদ।

চিকিৎসার পর সুস্থ নায়ক: চোটের জন্য শুটিং নিয়ে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন জিৎ (Jeet)। তবে জানা যাচ্ছে, চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ। এই মরশুমে বেশ কিছু স্টেজ শোও রয়েছে জিতের। তবে চোটের জন্য সেগুলি কোনোটাই বাতিল করেননি তিনি।
আরও পড়ুন : যুবভারতী কাণ্ডে দায় কার? শোকজের জবাবে রাজীব কুমার, ক্রীড়া সচিব, বললেন…
বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায়: প্রসঙ্গত, আগামীতে বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে টেলিপাড়ায়। ২০২৬ এ বড় চমক দিতে চলছে টলিউড। বছরের শুরুর দিকেই থাকছে কাকাবাবু সিরিজের নতুন ছবির মুক্তি।
আরও পড়ুন : সিরিয়ালে ভেঙেছে বিয়ে, বাস্তবে সাতপাক ঘুরে চমকে দিলেন অভিনেতা
আগামী বছর আবার আছে বিধানসভা নির্বাচন। তার জেরে বছরের প্রথম দিকে ছবি মুক্তির হার একটু কম থাকতে পারে। বছরের দ্বিতীয় ভাগেই আসবে জিতের ছবি। তবে এখনও প্রকাশ করা হয়নি দিনক্ষণ। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিং সেটে ফিরবেন জিৎ। এই ছবি ঘিরে অনুরাগীদের প্রত্যাশাও চড়া। তিনি সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরুন, সেটাই চান অনুরাগীরা।












