ভাঙনের যুগে প্রেমের প্রচার করবেন জিৎ, নিয়ে আসছেন ‘ইসমার্ট জোড়ি’দের

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক মাসে খবর মিলেছিল নতুন অবতারে ফিরছেন জিৎ (Jeet)। আর মাসলওয়ালা ‘রাফ অ্যান্ড টাফ’ লুক নয়, বরং জিতের প্রেমিক সত্ত্বা ফুটে উঠবে এবার। ছোটপর্দায় একটি রিয়েলিটি শো নিয়ে আসছেন তিনি। সেখানে প্রথম বার সঞ্চালকের ভূমিকায় জিৎ। প্রকাশ্যে এল শোয়ের প্রথম প্রোমো।

স্টার জলসার নতুন রিয়েলিটি শোয়ের নাম ‘ইসমার্ট জোড়ি’। নাম শুনেই বুঝতে পারছেন প্রেমিক যুগলদের নিয়ে কারবার। জানা যাচ্ছে, বাস্তবের জুটিরাই আসবে এই শোয়ের প্রতিযোগী হয়ে। শোনাবে তাদের প্রেম কাহিনি। শুনবেন জিৎ। প্রোমোতেও জীবন্ত ‘কিউপিড’ রূপে ধরা দিলেন অভিনেতা।

IMG 20220225 211627

সাদা প্যান্ট স্যুট, গোলাপি ওয়েস্ট কোট পরে হ্যান্ডসাম জিৎ। তাঁকে বলতে শোনা যায়, “রোম্যান্সের অভিনয় তো অনেক দেখেছেন। এবার দেখুন বাস্তবের রোম্যান্স। যেখানে দুজন মানুষ সুখে দুঃখে একে অপরের সাথী। সে মন পাগল করা ভালবাসা। এই মঞ্চ আর আমি জিৎ নিয়ে আসছি নতুন যুগের নতুন শো রিয়েলিটির রোম্যান্স’।

এর আগে বাবা মা, পরিবারের জন্য তৈরি হয়েছিল রিয়েলিটি শো। তবে বেশিদিন চলেনি সেসব। প্রেমের শো কতদিন চলবে সেটাই দেখার। জানা গিয়েছে, আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে নতুন শোয়ের শুটিং। তবে এখানে প্রতিযোগী হিসাবে শুধু সাধারন জুটিদেরই দেখা যাবে, নাকি তারকারাও আসবেন তা জানা যায়নি।

https://www.instagram.com/tv/CaXC9NGNIUm/?utm_medium=copy_link

প্রসঙ্গত, বড়পর্দায় আগামীতে ‘রাবণ’ ছবিতে দেখা যাবে জিৎকে। কয়েক সেকেণ্ডের টিজারে জিতের লুক ভয় ধরাতে বাধ‍্য। কাঁচাপাকা লম্বা চুল, কবজিতে ট‍্যাটু, হাতে একটি লোহার রড টেনে ঘষটে ঘষটে আনছেন তিনি। টিজার দেখেই চমক লেখেছে সিনেপ্রেমীদের।

রাবণ ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করছেন জিৎ। চলতি বছর ইদে সিনেমা হলেই ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছে বলে খবর। রাবণ ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে জিৎ ছাড়াও রয়েছেন অমিত জুমরানি। এছাড়াও ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, বিশ্বনাথ বসুরা। পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ও বিশ্বনাথ।

Niranjana Nag

সম্পর্কিত খবর